লোকলজ্জার ভয়ে লাইনে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী গ্রহণে বিব্রতবোধকারী এক হাজার ৫৮৭ জনের বাসায় হটলাইনে ফোন পেয়ে খাবার পৌঁছে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, এ পর্যন্ত ১০ হাজার ১৭৮ জন হটলাইনে ফোন করেছেন। তাদের মধ্যে ২ হাজার ৫৭৩ জনকে খাদ্য দেয়ার জন্য নিবন্ধন করা হয়েছে।
‘নিবন্ধনভুক্ত এক হাজার ৫৮৭ জনের বাসায় খাবর পৌঁছে দেয়া হয়েছে এবং বাকি ৯৮৬ জনের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে,’ যোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ডিএসসিসি এ কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে বলে জানান তিনি।
সীমিত পরিসরে চলমান এ কার্যক্রমের জন্য আগ্রহীদের হটলাইন ০১৭০৯৯০০৭০৩ এবং ০১৭০৯৯০০৭০৪ নম্বরে ফোন করতে বলেছে ডিএসসিসি।