মোতায়েন
ঢামেক হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলামের স্ই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ঢাকাসহ অন্যান্য জেলায় চলছে সহিংসতা, ঢামেকে ভর্তি ২০
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভুল চিকিৎসার অভিযোগে এক রোগীর স্বজনদের হামলার পরদিনই বিজিবির দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়।
চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে চিকিৎসকরা ধর্মঘটের ডাক দেওয়ায় ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) সারাদেশের সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হয়েছে।
আরও পড়ুন: ঢামেকে মারধর ও ভাঙচুরের প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি
গত শনিবার ঢামেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসক লাঞ্ছিত হন। হামলার পর ২৪ ঘণ্টার মধ্যে দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আল্টিমেটাম দেন চিকিৎসকরা। তবে চিকিৎসকরা তাদের হতাশা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সময়সীমা শেষ হওয়ার আগেই ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, হামলায় জড়িত চারজনকে আটক করে সেনা সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: আহত শিক্ষার্থীদের দেখতে ঢামেকে উপদেষ্টা আদিলুর রহমান খান
একই সঙ্গে বিষপান করা এক রোগীকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এরপরই রোগীর স্বজনরা জরুরি বিভাগে ভাঙচুর চালায়।
৪ মাস আগে
আইনশৃঙ্খলা রক্ষায় খুলনায় ২২০০ আনসার-ভিডিপি মোতায়েন
দেশে চলমান অস্থিরতায় এবং পুলিশের অনুপস্থিতিতে আইনশৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে খুলনা জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ২ হাজার ২০০ সদস্য মোতায়েন করা হয়েছে।
খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বীর নির্দেশে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জ কার্যালয়ের গণসংযোগ সমন্বয়কারী মো. ইসমাইল হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: খুলনায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহত, আহত ২৫
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জেলার বিভিন্ন গুরত্বপূর্ণ স্থাপনা, থানা, জেলখানা, পাড়া/মহল্লায় নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনের জন্য নিয়োগ করেছেন উপমহাপরিচালক।
এতে আরও বলা হয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষিত রাখতে ৯০০ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে এবং অস্থিরতা, চুরি ও ডাকাত প্রতিরোধে ১ হাজার ১০০ জন ভিডিপি সদস্য বিভিন্ন পাড়ায় টহল দিচ্ছেন।
এ ছাড়াও, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে খুলনা শহরের ২০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ১১৮ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন হয়েছে। ৫০ জন সদস্যকে কারাগার নিরাপত্তায় নিয়োজিত করা হয়েছে। এছাড়া আনসার ব্যাটালিয়নের ২০ জন সদস্য এখন কয়রা ও ফুলতলা থানা পাহারা দিচ্ছেন।
নিরাপত্তা নিশ্চিত করতে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও বাসভবন, জেলা প্রশাসকের কার্যালয় ও বাসভবন এবং সার্কিট হাউসের নিরাপত্তায় আনসার ব্যাটালিয়নের সদস্যদের মোতায়েন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে খুলনা কারাগারের পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিলে প্রশাসনের অনুরোধে দ্রুত আনসার ব্যাটালিয়নের সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: ১১ দফা দাবিতে অনড় খুলনা পুলিশ, চলছে কর্মবিরতি
খুলনায় পুলিশ হত্যার ঘটনায় মামলা, আসামি ১২০০
৪ মাস আগে
হরতালের দ্বিতীয় দিন: সারাদেশে র্যাবের ৪২৫টি দল মোতায়েন
বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৪২৫টি টহল দল মোতায়েন করা হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) র্যাব সদর দপ্তরের (মিডিয়া উইং) সহকারী পুলিশ সুপার ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর মধ্যে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শুধুমাত্র ঢাকায় মোতায়েন করা হয়েছে র্যাবের ১৪৫টি দলকে।
আরও পড়ুন: জামায়াতের নিবন্ধন বাতিল: দলের আপিল খারিজ সুপ্রিম কোর্টের
বাকি ২৮০টি র্যাবের টহল দল অন্যান্য বাহিনীর পাশাপাশি সারাদেশে মোতায়েন করা হয়েছে।
গত মাসের শেষ দিক থেকে বিরোধী দলগুলো অবরোধ ও হরতাল পালন শুরু করার পর থেকে এলিট ফোর্সের সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি, জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলো দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয়।
এদিকে, রবিবার থেকে আজ সকাল ৯টা পর্যন্ত অন্তত ১৬টি অগ্নিসংযোগের ঘটনা নথিভুক্ত করেছে ফায়ার সার্ভিস। এ সময় ৯টি বাস, ৬টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ট্রেনের তিনটি বগি পুড়িয়ে ফেলে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় বিচার শুরু
১ বছর আগে
হরতাল: সারা দেশে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ (১৯ নভেম্বর) সকাল থেকে বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী হরতাল শুরু হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ২৩৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে ২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি’র এই কর্মকর্তা বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ অন্যান্য বাহিনীর সঙ্গে সীমান্ত বাহিনীর বাকি ২০৭ প্লাটুন সারা দেশে মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের হরতাল: সারা দেশে র্যাবের ৪৬০ টহল দল মোতায়েন
গত মাসের শেষ দিক থেকে বিরোধী দলগুলো অবরোধ ও হরতাল পালন শুরু করার পর থেকে আধাসামরিক বাহিনীর সদস্যরা জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের দায়িত্ব পালন করে আসছেন।
নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি, জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলো দেশব্যাপী সর্বশেষ ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে।
আরও পড়ুন: নাটোরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন
বিএনপি ও অন্যান্যদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে
১ বছর আগে
সারা দেশে ২১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলের ডাকা চলমান অবরোধ এবং তৈরি পোশাক খাতে অস্থিরতার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২১৪ প্লাটুন মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ঢাকা ও আশপাশের এলাকায় পোশাক কারখানায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ আজ সকাল ৬টা থেকে শুরু হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে নাশকতা ঠেকাতে বিজিবি মোতায়েন
অবরোধ: সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন
১ বছর আগে
পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের এলাকায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন
পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের এলাকায় ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আশুলিয়া, সাভার, মিরপুর, গাজীপুরসহ দেশের কিছু স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।
ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকার দাবিতে টানা ১২ দিন আন্দোলন শেষে রবিবার থেকে কাজে ফিরেছেন ঢাকা ও আশপাশের পোশাক কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করার ঘোষণা দিয়েছে সরকার।
আরও পড়ুন: অবরোধ: সারাদেশে নিরাপত্তা জোরদারে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকা ও আশপাশের পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন
১ বছর আগে
৪৮ ঘণ্টার অবরোধ: ঢাকা ও পার্শ্ববর্তী জেলায় বিজিবির ২৭ প্লাটুন মোতায়েন
বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধ আজ সকাল থেকে শুরু হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও পার্শ্ববর্তী জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৭ প্লাটুন মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আধাসামরিক বাহিনীর আরও ১০ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে।
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধ চলছে
অবরোধের প্রথম পর্বের মতো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আনসারের পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
৩ দিনের দেশব্যাপী অবরোধের পর বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা আরেকটি ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ আজ সকাল থেকে শুরু হয়েছে।
আজ সকাল ৬টা থেকে শুরু হওয়া অবরোধ শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায়।
আরও পড়ুন: বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু রবিবার
অবরোধের তৃতীয় দিন: ঢাকা ও নারায়ণগঞ্জে এ পর্যন্ত ৪ গাড়িতে অগ্নিসংযোগ
১ বছর আগে
মুন্সিগঞ্জে নজিরবিহীন পুলিশ মোতায়েন
ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে। ছয় স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
সড়ক পথে ৪০টিসহ জেলার বিভিন্ন সড়ক, মহাসড়ক ও নৌপথসহ গুরুত্বপূর্ণ ৮৪টি স্থানে পুলিশিং চেকপোস্ট স্থাপন করা হয়েছে। যান চলাচল কমে গেছে।
নাশকতার আশঙ্কায় অনেকেই গাড়ি বের করছে না। লোকজনের চলাচলও কমে গেছে।
গণপরিবহন না পেয়ে যাত্রীরাও দুর্ভোগ পোহাচ্ছে। বিরাজ করছে আতঙ্ক।
পুলিশ বলছে, জনসাধারণের জানমাল রক্ষার জন্যই তারা তৎপর। দু’একটি মহাসড়কসহ বিভিন্ন সড়কে ঢাকামুখী যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল থেকে এ তল্লাশি শুরু করলেও শুক্রবার তা আরও জোরদার করা হয়।
পুলিশ জানায়, কোন প্রকার অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণে গজারিয়া উপজেলার জামালদী, ভাটেরচর, আনারপুরা, ভবেরচর, দঁড়িবাউশিয়া, মধ্যম বাউশিয়া, পাখির মোড়সহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।
এছাড়াও পুলিশের মোবাইল টিম, অভিযানিক টিম, স্টাইকিং ফোর্স ও নৌপুলিশের একাধিক টিম সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
এদিকে ঢাকা-মাওয়া মহাসড়কে দিনভর পদ্মা সেতু টোল প্লাজা থেকে ঢাকামুখী কুচিয়ামোড়া সেতুর বিভিন্ন স্থানে পুলিশের টহল দেখা যায়।
শ্রীনগরের ছনবাড়ি মোড়, মাওয়া চৌরাস্তা এলাকায় যানবাহনে তল্লাশির চিত্র দেখা যায়।
পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন বলেন, মহান বিজয় দিবস ও ৩১ ডিসেম্বরকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে ৬ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ক ও নৌপথসহ ৩২ জেলার প্রবেশ দ্বার মুন্সীগঞ্জের বিভিন্ন পয়েন্টে ৮৪ টি পুলিশিং চেক পোস্ট বসানো হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ কাজ করছে।
আরও পড়ুন: সুনামগঞ্জে চলছে বাস ধর্মঘট
২ বছর আগে