দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) র্যাগিংয়ে জড়িত থাকায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ওই দুই শিক্ষার্থীকে কঠোরভাবে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বহিষ্কৃতরা হলেন, রাকিবুল হুদা তাজমুল ও আব্দুল্লাহ আল মামুন। উভয়েই কৃষি অনুষদের ২২ ব্যাচের শিক্ষার্থী। তাদের শিক্ষা কার্যক্রম থেকে ১ সেমিস্টার ও আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন: হাবিপ্রবির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ অক্টোবর
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই করা বহিষ্কারসংক্রান্ত চিঠি গত ২৭ সেপ্টেম্বর ওই দুই ছাত্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টোর অধ্যাপক ড. মামুনুর রশীদ।
জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন অনুপম ছাত্রাবাসে র্যাগিং হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৩তম ব্যাচের নতুন একজন ছাত্রকে র্যাগিংয় করার তথ্য প্রমাণ পায় প্রক্টোরিয়াল প্রতিনিধিদল। বিষয়টি র্যাগিং প্রতিরোধ কমিটির সভায় উত্থাপন করেন তারা। কমিটির সুপারিশ অনুযায়ী ওই দুইজন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে র্যাগিংয়ের শিকার ওই ছাত্র নিজ জেলা নারায়ণগঞ্জে ফিরে গিয়ে সুইসাইড নোট লিখে গত সোমবার রাতে ফেসবুকে পোস্ট দিয়েছিল। বিষয়টি ভাইরাল হলে ওই শিক্ষার্থী এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে দ্রুত যোগাযোগ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিরাপত্তার আশ্বাসে আগামী রবিবারের মধ্যে ছেলেকে ক্যাম্পাসে পাঠাতে সম্মত হন র্যাগিংয়ের শিকার ছাত্রের মা।
এর আগে র্যাগিংয়ের অপরাধে গত ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মেয়াদে ৬ ছাত্রকে শিক্ষা কার্যক্রম বহিষ্কার এবং আরও ৩ ছাত্রকে সতর্ক করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আরও পড়ুন: করোনাভাইরাস: হাবিপ্রবির শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ