২ শিক্ষার্থী
চাঁদপুরে লরিচাপায় ঢাকা কলেজের ২ শিক্ষার্থীর মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোমতী-মেঘনা সেতু সংলগ্ন এলাকায় লরিচাপায় ঢাকা কলেজের শিক্ষার্থী তানভীর ও জাহিদ নিহত হয়েছেন।
মোটরসাইকেল করে ঢাকা থেকে কচুয়া আসার সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: দিনাজপুরে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টায় উপজেলার পালগিরি গ্রামে জানাজা শেষে শিক্ষার্থীদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
তানভীর হোসেন রনি গোহট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং একই গ্রামের দুলাল মিয়ার ছেলে জাহিদ হাসান জিপু।
তানভীর হোসেন রনি ও জাহিদ হাসান জিপু ঢাকা কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়তেন। তারা দুইজন সম্পর্কে খালাতো ভাই।
আরও পড়ুন: শেরপুরে বন্যার পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
নিহতদের স্বজন মোস্তাফিজুর রহমান ইউএনবিকে বলেন, মোটরসাইকেল করে ঢাকা থেকে কচুয়া আসছিলেন রনি ও জিপু। পথে গজারিয়া এলাকার পাখির মোড় সেতুর ওপর ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি লরিচাপায় ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়। আহত জিপুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভবেরচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন ইউএনবিকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: পাবনায় ট্রাক্টরচাপায় শিক্ষার্থীর মৃত্যু
২ মাস আগে
ফেনীতে বজ্রপাতে ২ শিক্ষার্থীর মৃত্যু
ফেনীতে বজ্রপাতে মাহাদী হাসান ও শাহীন মাহমুদ অভি নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (১৯ মে) ছাগলনাইয়ার উত্তর কুহুমা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
নিহত মাহাদী হাসান ছাগলনাইয়ার উত্তর কুহুমা গ্রামের প্রবাসী আতিকুর রহমান মজুমদারের ছেলে। মাহাদী এবার এসএসসি পাস করে প্রথম বর্ষে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল।
নিহত শাহীন মাহমুদ অভি নিজকুঞ্জরা ফাজিল ডিগ্রি মাদরাসার দশম শ্রেণির ছাত্র এবং একই উপজেলার দক্ষিণ লাঙ্গল মোড়ার ফজলুল করিমের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মাহতাব উদ্দিন মজুমদার বলেন, মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন মাহাদী। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া এবং পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, বজ্রপাতে দুই তরুনের মৃত্যুর খবর শুনেছি। মাঠে গরু আনার জন্য গেলে বজ্রপাতে তারা মৃত্যুবরণ করেন। লাশ দাফনে প্রস্তুতি নিচ্ছে পরিবার।
আরও পড়ুন: চৌদ্দগ্রামে বজ্রপাতে মাটিকাটা শ্রমিক নিহত
সিলেটে বজ্রপাতে যুবকের মৃত্যু
৬ মাস আগে
বাসচাপায় ২ শিক্ষার্থী নিহতের ঘটনায় উত্তপ্ত চুয়েট, কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ
বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উপ্তপ্ত হয়ে উঠেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাস ও আশেপাশের এলাকা।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন: ফাইরুজের আত্মহত্যার ঘটনায় জবি ক্যাম্পাসে বিক্ষোভ, অভিযুক্ত সহকারী প্রক্টর ও সহপাঠী সাময়িক বরখাস্ত
শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি চট্টগ্রাম-কাপ্তাই সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসুচি পালিত হয়। নিহত শিক্ষার্থী তওফিক হোসেনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
সকাল থেকে চুয়েট ক্যাম্পাসের সামনের কাপ্তাই সড়কে গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। এর ফলে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যানবহন চলাচল বন্ধ থাকে। আটকে পড়েন অসংখ্য যাত্রী। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ৯ দফা দাবি তুলে ধরেন। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবেন বলেও জানান।
শিক্ষার্থীদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো- পলাতক বাসচালক ও তার সহযোগীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। নিহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণের ব্যবস্থা এবং আহত শিক্ষার্থীর চিকিৎসাধীন সব খরচ শাহ আমানত বাস কর্তৃপক্ষকে গ্রহণ করতে হবে। পর্যাপ্ত সুযোগ-সুবিধার সঙ্গে ক্যাম্পাসে আধুনিক চিকিৎসাকেন্দ্র স্থাপন, আধুনিক সরঞ্জামসহ অ্যাম্বুলেন্স–সুবিধা বৃদ্ধি, চট্টগ্রাম-কাপ্তাই সড়কে শাহ আমানত ও এবি ট্রাভেলসসহ সব লোকাল বাস চলাচল বন্ধ করা, রাস্তার মাথা এলাকা থেকে কাপ্তাই পর্যন্ত চার লেন মহাসড়ক করা, প্রতিটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার কাগজপত্র ও চালকদের লাইসেন্স নিয়মিত যাচাই করা।
আরও পড়ুন: গাজীপুরে বেতন-ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
এসব দাবি লিখিতভাবে না মানা পর্যন্ত চুয়েটের সব ধরনের একাডেমিক কার্যক্রম (ক্লাস, পরীক্ষা) স্থগিত থাকবে বলে শিক্ষার্থীরা ঘোষণা দেন।
রাঙ্গুনিয়া ও রাউজান সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, পুলিশের পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করা হচ্ছে। তাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে সড়ক নিরাপদ করতে কঠোর পদক্ষেপের পাশাপাশি এই দুর্ঘটনায় জড়িত ঘাতক চালককেও আটক করতে চেষ্টা চালানো হচ্ছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
৬ মাস আগে
চট্টগ্রামে বাসের ধাক্কায় চুয়েটের ২ শিক্ষার্থী নিহত
চট্টগ্রামের কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাজার রাফাহতে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত ২২
নিহতরা হলেন- পুরকৌশল বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী শান্ত সাহা ও একই বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী তৌফিক হোসেন।
শান্ত সাহা নরসিংদীর কাজল সাহার ছেলে ও তৌফিক হোসেন নোয়াখালী সুধারামের নিউ কলেজ রোডের মোহাম্মদ দেলোয়ারের ছেলে।
চুয়েটের উপপরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আমাদের প্রতিষ্ঠানের দুই ছাত্র নিহত হয়েছে। এর মধ্যে শান্ত সাহার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও তৌফিকের লাশ এভারকেয়ার হাসপাতালে আছে।
আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
৬ মাস আগে
সিরাজগঞ্জে ২ শিক্ষার্থীকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৩
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার বিজ্ঞান কলেজ মোড়ে ২ শিক্ষার্থীকে জিম্মি করে ১ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ৩ জন হলেন- উল্লাপাড়া পৌর এলাকার ঝিকড়া মহল্লার মো. টিপু তালকদারের ছেলে পৌর ছাত্রদলের সাবেক সভাপতি বাবু তালুকদার, মো. মিন্টু তালুকদারের ছেলে রিফাত ও মো. ইসরাফিল তালুকদারের ছেলে রাহাত।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম শনিবার বিকালে জানান, সিরাজগঞ্জ সরকারি কলেজের ২ শিক্ষার্থী উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোড়ে একটি কফি হাউজে ছিলেন। এ সময় ৬/৭ জন ব্যক্তি তাদের ঘিরে ফেলে জিম্মি করে আড়াই লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবির মুখে ১ লাখ টাকা দেয় শিক্ষার্থী আরিফুরের পরিবার।
তিনি আরও বলেন, এসময় ৯৯৯’র ফোন কলের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায় এবং রাতেই এলাকায় অভিযান চালিয়ে ওই ৩ জনকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় ৫ জনের নামাল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনের নামে আরিফুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
ওসি বলেন, পুলিশ এ মামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এ মামলায় জড়িতরা কোনো রাজনৈতিক দলের কি না সে বিষয়ে এখন কোনো তথ্য জানা নেই।
আরও পড়ুন: যশোরে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩
পিরোজপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, ঘাতক গ্রেপ্তার
১ বছর আগে
হাবিপ্রবিতে র্যাগিংয়ের দায়ে ২ শিক্ষার্থী বহিষ্কার
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) র্যাগিংয়ে জড়িত থাকায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ওই দুই শিক্ষার্থীকে কঠোরভাবে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বহিষ্কৃতরা হলেন, রাকিবুল হুদা তাজমুল ও আব্দুল্লাহ আল মামুন। উভয়েই কৃষি অনুষদের ২২ ব্যাচের শিক্ষার্থী। তাদের শিক্ষা কার্যক্রম থেকে ১ সেমিস্টার ও আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন: হাবিপ্রবির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ অক্টোবর
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই করা বহিষ্কারসংক্রান্ত চিঠি গত ২৭ সেপ্টেম্বর ওই দুই ছাত্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টোর অধ্যাপক ড. মামুনুর রশীদ।
জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন অনুপম ছাত্রাবাসে র্যাগিং হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৩তম ব্যাচের নতুন একজন ছাত্রকে র্যাগিংয় করার তথ্য প্রমাণ পায় প্রক্টোরিয়াল প্রতিনিধিদল। বিষয়টি র্যাগিং প্রতিরোধ কমিটির সভায় উত্থাপন করেন তারা। কমিটির সুপারিশ অনুযায়ী ওই দুইজন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে র্যাগিংয়ের শিকার ওই ছাত্র নিজ জেলা নারায়ণগঞ্জে ফিরে গিয়ে সুইসাইড নোট লিখে গত সোমবার রাতে ফেসবুকে পোস্ট দিয়েছিল। বিষয়টি ভাইরাল হলে ওই শিক্ষার্থী এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে দ্রুত যোগাযোগ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিরাপত্তার আশ্বাসে আগামী রবিবারের মধ্যে ছেলেকে ক্যাম্পাসে পাঠাতে সম্মত হন র্যাগিংয়ের শিকার ছাত্রের মা।
এর আগে র্যাগিংয়ের অপরাধে গত ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মেয়াদে ৬ ছাত্রকে শিক্ষা কার্যক্রম বহিষ্কার এবং আরও ৩ ছাত্রকে সতর্ক করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আরও পড়ুন: করোনাভাইরাস: হাবিপ্রবির শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
হাবিপ্রবিতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি
১ বছর আগে
সীতাকুণ্ডে সমুদ্রে নেমে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিখোঁজ
চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র নেমে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। সোমবার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন- আলী হাসান মারুফ (২৩) ও এনায়েত চৌধুরী (২২)। এর মধ্যে মারুফের বাড়ি কুমিল্লায় এবং এনায়েতের বাড়ি ভৈরবে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় নিহত ১
নিখোঁজ দুজন সীতাকুণ্ডের কুমিরা এলাকায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা সীতাকুণ্ডের গুল আহমেদ জুটমিল এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।
নিখোঁজ শিক্ষার্থীদের সহপাঠী একরাম হোসেন জানান, সোমবার বিকালে তিন বন্ধু বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে যান। পরে তারা তিনজনই সাঁতার কাটতে সৈকতে নামেন। এ সময় আলী হাসান মারুফ ও এনায়েত চৌধুরী স্রোতের টানে সাগরে ভেসে যায়।
বিষয়টি নিশ্চিত করে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ফিরোজ ভূঁইয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাদেরকে উদ্ধারে কাজ শুরু করে।
তিনি আরও বলেন, তাদের দুইজনকে উদ্ধারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে আসামি বহনকারী বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ পুলিশ আহত
সীতাকুণ্ডে পাহাড় থেকে যুবকের লাশ উদ্ধার
১ বছর আগে
কুড়িগ্রামে অতিরিক্ত গরমে শ্বাসকষ্ট নিয়ে ২ শিক্ষার্থী হাসপাতালে
কুড়িগ্রামে ইংরেজি বিষয়ের পরীক্ষা চলাকালে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে শ্বাসকষ্ট নিয়ে দুই শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (৭ জুন) দুপুরে উপজেলার ফুলবাড়ী উপজেলার উত্তর রাবাইতারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অসুস্থ দুই শিক্ষার্থী হলো- মো. আমিন আলী ছেলে মো. হাসান আলী এবং মো. হাছান-এর মেয়ে মোছা. হেলেনা। তাদের দুই জনের বাড়ি উত্তর রাবাইতারি বটতলা গ্রামে। তারা ৯ম শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: কুড়িগ্রামে প্রাথমিক বৃত্তি প্রাপ্তদের তালিকায় অনুপস্থিত শিক্ষার্থীর নাম!
ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিকুল ইসলাম সফিক জানান, বুধবার নবম শ্রেণির ইংরেজি পরীক্ষা চলছিল। কিছু সময় পর বিদ্যুৎ চলে যায়। এতে ওই পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে হেলেনার শ্বাসকষ্ট শুরু হয়।
তিনি আরও জানান, এ সময় তাকে পরীক্ষার হল থেকে অফিস কক্ষে নিয়ে এসে সেবা দেওয়া হয়। পরে সে আরও বেশি অসুস্থ হলে তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এর কিছুক্ষণ পর একই শ্রেণির আরেক শিক্ষার্থী হাসান আলীর শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তার পরিবারের লোকজন তাকেও নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
চিকিৎসক মোহাম্মদ ইফতেখার উল ইসলাম জানিয়েছেন, বর্তমানে তাদের দুইজনের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে।
তিনি আরও জানান, অতিরিক্ত গরমের পাশাপাশি পরীক্ষার চাপ থাকায় মানসিক ও শারীরিকভাবে তারা অসুস্থ হয়ে পড়ে। আমরা সার্বক্ষণিক তাদের খোঁজ-খবর রাখছি।
আরও পড়ুন: শাবিপ্রবিতে অনশনে অসুস্থ শিক্ষার্থী হাসপাতালে
৯২ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি,রাবি কর্তৃপক্ষের মামলা
১ বছর আগে