১৯৭৩ সালে হুমায়ূনের সাথে সংসার শুরু করা গুলতেকিন বিচ্ছেদের ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক আফতাব আহমদ তার লেখালেখি ও কবিতার জন্য পরিচিতি। প্রয়াত অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে আফতাবেরও ১০ বছর আগে স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়।
পারিবারিক সূত্র জানিয়েছে, সম্প্রতি কাছের স্বজনদের নিয়ে একান্ত আয়োজনে এ দম্পতির বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সেই থেকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন।
কথাসাহিত্যিক হুমায়ূন অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে বিয়ে করার সিদ্ধান্ত নিলে ২০০৩ সালে তার কাছ থেকে বিচ্ছেদ নেন গুলতেকিন। পরে হুমায়ূন ২০০৫ সালে শাওনকে বিয়ে করেন। তারপর থেকে গুলতেকিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে বসবাস করছিলেন এবং কবি হিসেবে নিজের লেখায় মনোযোগ দেন।
আফতাব ও গুলতেকিন দীর্ঘ দিনের ঘনিষ্ঠ বন্ধু। ২০১৭ সালের একুশে বই মেলায় আসে তাদের একসাথে লেখা কাব্যনাটক ‘মধুরেণ’।