হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদের জন্মদিনে থাকছে দিনব্যাপী আয়োজন
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৪তম জন্মবার্ষিকী আজ (রবিবার)।
তার চলে যাওয়াই যে শেষ নয় এর প্রমাণ হিসেবে তার পরিবার ও ভক্তরা দিনকে বিশেষভাবে পালন করে আসছে প্রতি বছর। তবে গত দুই বছর মহামারি করোনার কারণে বড় পরিসরে আয়োজন করা সম্ভব হয়নি। কিন্তু এবার আর তা হচ্ছে না।
হুমায়ূন আহেমেদের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ে আজ থাকবে দিনব্যাপী হুমায়ূন মেলা। চ্যানেল আই প্রাঙ্গণে মেলার উন্মুক্ত মঞ্চ থেকে পরিবেশিত হবে হুমায়ূন আহমেদের লেখা এবং পছন্দের চলচ্চিত্র ও নাটকের গান। প্রবীণ শিল্পীদের পাশাপাশি গানগুলো পরিবেশন করবেন চ্যানেল আই সেরাকণ্ঠ, ক্ষুদে গানরাজ ও বাংলার গানের শিল্পীরা। আরও থাকবে চ্যানেল আই সেরা নাচিয়েদের নাচ। থাকবে কবিতা আবৃত্তি ও স্মৃতিকথা।
অন্যদিকে হুমায়ূন আহমেদের সবচেয়ে প্রিয় জায়গা নুহাশ পল্লীতে দিনকে পালন করতে শনিবার (১২ নভেম্বর) থেকে সেখানে অবস্থান করছেন লেখকের স্ত্রী-অভিনেত্রী মেহের আফরোজ শাওন। কেক কাটা ও রাতে এক হাজার চুয়াত্তরটি মোমবাতি প্রজ্বালন করা হয় সেখানে।
আরও পড়ুন: নানা আয়োজনে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের জন্মদিন পালন
সকাল ১১টায় হুমায়ূন আহমেদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরবর্তীতে দোয়া শেষে নুহাশ পল্লীর হোয়াইট হাউসের সামনে জন্মদিনের কেক কাটা হবে।
বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ। নাটক ও চলচ্চিত্র অঙ্গনে দ্যুতি ছড়িয়েছেন তিনি। ১৯৭২ সালে প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশের পরপরই তার খ্যাতি ছড়িয়ে পড়ে চারদিকে।উপন্যাসে ও নাটকে তার সৃষ্ট চরিত্রগুলো বিশেষ করে ‘হিমু’, ‘মিসির আলী’, ‘শুভ্র’ তরুণ-তরুণীদের কাছে হয়ে ওঠে অনুকরণীয়।
১৯৪৮ সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। বাবা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজের প্রথম সন্তান তিনি। বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা, আর মা ছিলেন গৃহিণী। তিন ভাই দুই বোনের মধ্যে তিনি সবার বড়।বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৪ সালে বাংলাদেশের রাষ্ট্রীয় পদক ‘একুশে পদক’ লাভ করেন। এছাড়াও, তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৮১), হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার (১৯৯০),লেখক শিবির পুরস্কার (১৯৭৩), জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৩ ও ১৯৯৪),বাচসাস পুরস্কার (১৯৮৮) লাভ করেন।
আরও পড়ুন: হুমায়ূন আহমেদের নবম মৃত্যুবার্ষিকী আজ
নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উদযাপিত
৮৬৬ দিন আগে
নানা আয়োজনে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের জন্মদিন পালন
প্রয়াত জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মদিন কেক কেটে, মোমবাতি জালিয়ে, কবর জিয়ারত ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গাজীপুরের পিরুজালী গ্রামের নুহাশ পল্লীতে পালন করা হয়েছে। জননন্দিত এই লেখকের নিজ হাতে গড়া দৃষ্টিনন্দন ওই পল্লীতে শ্রদ্ধা জানাতে আর ভালবাসার প্রকাশ ঘটাতে দিনভর আসতে থাকেন নানা বয়সী লোকজন।
সকাল থেকেই দূরদূরান্ত থেকে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন ভক্তরা দলে দলে আসতে থাকেন নুহাশপল্লীতে। সেখানে এসে তারা প্রিয় লেখককে জানিয়েছেন শ্রদ্ধা। ভেসেছেন আবেগে।
যারা হুমায়ূন আহমেদের সঙ্গে থেকেছেন, কাজ করেছেন, কিংবা তাঁর লেখা প্রকাশ করেছেন তারাও স্মৃতি বিজড়িত স্থানে এসে আপ্লুত হয়েছেন।
হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন তাঁর দুই সন্তানসহ স্বজনদের সঙ্গে নিয়ে কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। পরে কেক কেটে শামিল হন জন্মোৎসবে।
আরও পড়ুন: জন্মদিনে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদকে স্মরণ
জন্মদিনে ভোরে সন্তান নিষাদ ও নিনিতকে নিয়ে নুহাশ পল্লীতে যান মেহের আফরোজ শাওন।নিষাদ-নিনিতও বাবার কবরে ফুল দেয় এবং অন্যদের সঙ্গে তারা বাবার জন্য দোয়া করে। এর আগে প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে নুহাশ পল্লীর পক্ষ থেকে একটি কেক কাটা হয় এবং কবরের চারপাশে, নুহাশ পল্লীর প্রবেশ পথে, ভেতরের বিভিন্ন পথে, পল্লীর ভেতরে হুমায়ূন আহমেদ যে সব জয়গায় বসতেন সে সব জায়গায় মোমবাতি জ্বালানো হয়। দিনভর নানা বয়সী লোকজন আসতে থাকে নুহাশপল্লীতে। এভাবেই বছর ঘুরে আবারও জন্মদিন আসবে, যুগ যুগ ধরে তিনি বেঁচে থাকবেন বাঙালির হৃদয়ে।
কেক কাটার পর শাওন জানান, হুমায়ূন আহমেদকে নিয়ে যেন সঠিক ভাবে চর্চা করা হয়। হুমায়ূন আহমেদের যারা পাঠক- ভক্ত রয়েছেন, তারা যেন পরবর্তী প্রজন্মের কাছে হুমায়ূন আহমেদের লেখা তাঁর কর্ম তুলে ধরেন। সেটাই হবে তার বড় প্রাপ্তি।
আরও পড়ুন: কথাসাহিত্যিক বুলবুল চৌধুরীর আর নেই, প্রধানমন্ত্রীর শোক
প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জীবনাবসান
১২৩০ দিন আগে
হুমায়ূন আহমেদের নবম মৃত্যুবার্ষিকী আজ
বাংলা সাহিত্যের বরেণ্য ব্যক্তিত্ব, খ্যাতিমান কথাশিল্পী ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের নবম মৃত্যুবার্ষিকী আজ (সোমবার ১৯ জুলাই)।
দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন কিংবদন্তি এই কথাসাহিত্যিক। পরে তাকে নুহাশপল্লীতে সমাহিত করা হয়।
১৯৪৮ সালে ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। ১৯৭২ সালে প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশের পরপরই খ্যাতি লাভ করেন তিনি।
গত বছরের মতো কোভিড-১৯ এর চলমান পরিস্থিতির কারণে বিভিন্ন সংগঠন সীমিতভাবে হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী পালন করছে।
পড়ুন: ফকির আলমগীর লাইফ সাপোর্টে
বিভিন্ন ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বিশিষ্ট এই লেখককে স্মরণ করছেন তার অগণিত ভক্ত।
বাংলাদেশে পাঠকপ্রিয় এই লেখক দুই শতাধিক ফিকসন ও নন-ফিকসন বই লিখেছেন। হিমু, মিছির আলীর মতো চরিত্র দিয়ে লাখো-কোটি পাঠক-ভক্ত তৈরি করেছেন এই কথার জাদুকর। ১৯৯০ ও ২০০০ দশকে তার বইগুলো একুশে বইমেলায় সর্বাধিক বিক্রি হয়।
তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখকদের মধ্যে অন্যতম গণ্য করা হয়। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক।
বাংলা সাহিত্যে অসাধারণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ হুমায়ুন আহমেদকে একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, মাইকেল মধুসূদন পদক দেয়া হয়।
পড়ুন: অভিনেতা মোশাররফ করিমসহ ৫ জনের বিরুদ্ধে মানহানি মামলা
এই ঈদে ‘বউ ডায়েরিজ, ‘রেহানা’সহ জনপ্রিয় সব টিভি শো বায়োস্কোপে
নব্বই দশকের শুরুতে চলচ্চিত্র নির্মাতা হিসেবে আবির্ভাব ঘটে তার। নিজের উপন্যাসের ওপর ভিত্তি করে হুমায়ূনের পরিচালিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে আগুনের পরশমণি, শ্যামল ছায়া, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, চন্দ্রকথা, নয় নম্বর বিপদ সংকেত, ঘেটুপুত্র কমলা। আগুনের পরশমণি, দারুচিনি দ্বীপ ও ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রের জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
১৩৪৭ দিন আগে
হুমায়ূন আহমেদের ৭২তম জন্মদিন আজ
নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭২তম জন্মদিন আজ (শুক্রবার)। নানা আয়োজনে এ দিনটি উপযাপন করছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
১৫৯৬ দিন আগে
হুমায়ূন আহমেদের সৃষ্টি বহুমুখী কাল্পনিক চরিত্রগুলো
বাংলার সাহিত্য আকাশে এক কিংবদন্তির নাম হুমায়ূন আহমেদ। যিনি একাধারে ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রনাট্য লেখক, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার এবং পণ্ডিত হিসেবে দুর্দান্ত প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন।
১৭১২ দিন আগে
হুমায়ূন আহমেদ স্মরণে ২ ছেলেকে নিয়ে নুহাশপল্লীতে শাওন
গাজীপুরের পিরুজালীর নুহাশপল্লীতে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
১৭১২ দিন আগে
হুমায়ূন আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ
বাংলা সাহিত্যের বরেণ্য ব্যক্তিত্ব, খ্যাতিমান কথাশিল্পী ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ।
১৭১২ দিন আগে
হুমায়ূনের সাথে বিচ্ছেদের ১৬ বছর পর বিয়ের পিঁড়িতে গুলতেকিন
জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফতাব আহমদের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।
১৯৬০ দিন আগে
নানা আয়োজনে হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপন
নানা আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরের নুহাশ পল্লীতে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭১তম জন্মদিন পালন করা হয়েছে।
১৯৬১ দিন আগে
নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদকে স্মরণ
গাজীপুর, ১৩ নভেম্বর (ইউএনবি)- গাজীপুরের নন্দনকানন নুহাশপল্লীতে অনাড়ম্বর আয়োজনে মঙ্গলবার নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
২৩২৬ দিন আগে