আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস। ২০০৬ সালের ২৮ মে প্রাচীন সভ্যতার অন্যতম নির্দশন শালবন বিহারের কোল ঘেঁষে দেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ১৪ বছর পেরিয়ে ১৫তম বছরে পদার্পণ করেছে বিশ্ববিদ্যালয়টি।
বিশ্ববিদ্যালয়ের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
তবে করোনাভাইরাসের কারণে বাংলাদেশে চলমান সাধারণ ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে তেমন কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হলে জাঁকঝমকভাবে বিশ্ববিদ্যালয়ের এ বছরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, ২০০৬-০৭ শিক্ষাবর্ষে ৭টি বিভাগ, ৩০০ জন শিক্ষার্থী, ১৫ জন শিক্ষক ও ৫০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে চালু হওয়া বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ৬টি অনুষদের অধীনে ১৯টি বিভাগে প্রায় সাত হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে।