অবসরের বয়স বাড়ানো এবং ওয়ার্ড কোটায় সন্তানদের ভর্তির নীতি প্রণয়নসহ ১৬ দফা দাবিতে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোমবার (৪ সেপ্টেম্বর) টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের আওতাধীন প্রায় শতাধিক কর্মকর্তা সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন।
তাদের ১৬ দফা দাবির মধ্যে রয়েছে-
অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ বছর এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ছাত্র-ছাত্রীদের ওয়ার্ড কোটায় ভর্তির জন্য অবিলম্বে উদ্যোগ নেওয়া প্রভৃতি।
কাজ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ জন্য তারা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে তাদের সার্টিফিকেট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিতে পারেননি।
আরও পড়ুন: ইবিতে শিক্ষার্থী নির্যাতন: ছাত্রলীগ নেত্রীসহ ৫ জন বহিষ্কার
অনেক শিক্ষার্থী জানান, অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মবিরতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। তারা একের পর এক ভোগান্তির শিকার হলেও সমস্যার সমাধানে কোনো প্রতিকার পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী তানজিলা আক্তার বলেন, গত দুই দিন ধরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্র নেওয়ার অপেক্ষায় ছিলেন তিনি।
তিনি আরও বলেন, এক পর্যায়ে তিনি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচির কারণে সার্টিফিকেট পাওয়ার আশা হারিয়ে ফেলেন।
শনিবার একই মাঠে ইবি’র বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা এক বৈঠকের আয়োজন করেন। পরে তারা ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুত বলেন, ঘোষণার অংশ হিসেবে তারা কর্মবিরতি পালন করেছেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি এটিএম এমদাদুল আলম ইউএনবিকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন একের পর এক দাবি খতিয়ে দেখার আশ্বাস দিলেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
তিনি আরও বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে আমাদের বিক্ষোভ অব্যাহত থাকবে।
ইবি’র উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম জানান, শিগগিরই কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
এদিকে রবিবার রাতে কুষ্টিয়া ক্যাম্পাসে ইবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সিন্ডিকেটের সদস্য সচিব এইচএম আলী হাসানকে ছাড়াই ২৬১তম সিন্ডিকেট সভা হয়। অফিসাররা তাকে তার অফিসে আটকে রাখে।
আরও পড়ুন: ইবিতে শিক্ষার্থী নির্যাতন: ছাত্রলীগের সাবেক ৫ নেতা-কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার
ফুলপরীকে নির্যাতন: ইবির পাঁচ ছাত্রীকে নতুন করে শাস্তি আরোপের নির্দেশ হাইকোর্টের