আগামী বছর ২২ দিনের সরকারি ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।
সোমবার বাংলাদেশের মন্ত্রিসভা ২০২৩ ক্যালেন্ডার বছরের জন্য ২২টি ছুটির প্রস্তাবিত তালিকা অনুমোদন করেছে। তবে আটটি ছুটি সাপ্তাহিক ছুটির (শুক্রবার ও শনিবার) সঙ্গে মিলে যাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সরকারের নির্বাহী আদেশে ১৪টি সাধারণ ছুটি এবং বাকি আট দিন ছুটি থাকবে।
আরও পড়ুন: ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সরকারি ছুটি, মঙ্গলবার নামছে সশস্ত্র বাহিনী