সরকার ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করছে মন্ত্রিপরিষদ বিভাগ।
উপসচিব তানিয়া আফরোজের সই করা ওই পরিপত্রে বলা হয়, সরকার প্রতিবছর ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে। ওই তারিখকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ (সরকারি ছুটি ব্যতীত) হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘গ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
পরিপত্রে ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, সংস্থাকে অনুরোধ জানানো হয়।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে ১২তম ‘বিমান বিটিটিএফ-২০২৪’ আয়োজন করবে টোয়াব
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তখনকার বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) শতাধিক বিদ্রোহী পিলখানা দরবার হলে সশস্ত্র বিদ্রোহ করলে ৭৪ জন নির্মমভাবে নিহত হয়েছেন। পরবর্তীতে বিডিআরের নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাখা হয়েছে।
নিহতদের মধ্যে ৫৬ জন ছিলেন বিভিন্ন পদমর্যাদার সামরিক কর্মকর্তা, যাদের মধ্যে বিডিআরপ্রধান মেজর জেনারেল শাকিল আহমেদও ছিলেন। তাদের এই আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের একটি কালো অধ্যায় হয়ে আছে।