প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রবিবার বিকাল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
ফ্লাইটটির স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
ইউএই সফরকালে প্রধানমন্ত্রী আবুধাবির শাংগ্রিলা হোটেলে অবস্থান করবেন।
সোমবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুধাবি জাতীয় প্রদর্শন কেন্দ্রের আইসিসি হলে ‘আবুধাবি সাসটেইনেবিলিটি সপ্তাহ’ এবং ‘জায়েদ সাসটেইনেবিলিটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।
একই দিন বিকালে শাংগ্রিলা হোটেলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের ‘দূত সম্মেলনে’ অংশ নেবেন শেখ হাসিনা।
সম্মেলনে বাংলাদেশের সাথে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি ও রোহিঙ্গা বিষয়ে সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করা হবে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএইয়ের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এবং দেশটির স্থপতি ও প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতির স্ত্রী শেখ ফাতিমা বিনতে মুবারাক আল কেতবির সাথে বৈঠক করবেন।
এ দিন বিকালে আবুধাবি জাতীয় প্রদর্শন কেন্দ্রে ‘দ্য ক্রিটিক্যাল রোল অব ওমেন ইন ডেলিভারিং ক্লাইমেট’ বিষয়ক মূল সাক্ষাৎকার পর্বে অংশগ্রহণ করবেন শেখ হাসিনা।
স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় ইউএইতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে বিদায় জানাবেন। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে তিন দিনের সফর শেষে ঢাকার উদ্দেশে আবুধাবি ছাড়বেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময় রাত ১১টা ৫৯ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর।
আবুধাবি সাসটেইনেবিলিটি সপ্তাহের ২০২০ সংস্করণ আয়োজনে আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার (আইআরইএনএ) সাধারণ পরিষদ, আটলান্টিক কাউন্সিলের গ্লোবাল এনার্জি ফোরাম, ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট, আবুধাবি সাসটেইনেবল ফিনান্স ফোরাম এবং জায়েদ সাসটেইনেবিলিটি প্রাইজ অ্যাওয়ার্ডস অংশ নিচ্ছে।
২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে নীতিনির্ধারক, শিল্প বিশেষজ্ঞ, অগ্রগণ্য প্রযুক্তি এবং সাসটেইনেবিলিটির পরবর্তী প্রজন্মের নেতাদের অংশগ্রহণে বিশ্বের বৃহত্তম সমাবেশে রূপ নিয়েছে আবুধাবি সাসটেইনেবিলিটি সপ্তাহ।