বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতির সম্মতি নিয়ে আইনে পরিণত হওয়া বিল তিনটি হলো- উদ্ভিদের জাত সংরক্ষণ বিল-২০১৯, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ বিল-২০১৯ ও বিমা করপোরেশন বিল-২০১৯।
স্থানীয় কৃষকদের পাশাপাশি গবেষক ও বিশেষজ্ঞদের মেধাস্বত্ব অধিকার রক্ষার লক্ষ্যে জাতীয় সংসদে ২৮ এপ্রিল উদ্ভিদের জাত সংরক্ষণ বিল-২০১৯ পাস করা হয়।
সমাজকল্যাণ পরিষদ ১৯৫৬ সাল থেকে একটি রেজুলেশন এবং পরে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হওয়ায় এ বিষয়ে একটি আইন রাখার জন্য ২৯ এপ্রিল বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ বিল-২০১৯ পাস হয়।
জীবন বীমা করপোরেশন এবং সাধারণ বীমা করপোরেশনের অনুমোদিত ও পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য ৩০ এপ্রিল পাস হয় বিমা করপোরেশন বিল-২০১৯।
নতুন আইনের অধীনে জীবন বীমা করপোরেশনের অনুমোদিত মূলধন হবে ৩০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন হবে ৩০ কোটি টাকা। আর সাধারণ বীমা করপোরেশনের অনুমোদিত ও পরিশোধিত মূলধন হবে যথাক্রমে ১০০০ কোটি ও ৫০০ কোটি টাকা।