শনিবার জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘তাকে খুলনা বিভাগীয় কমিশনার অফিসে সংযুক্ত করা হয়েছ।’
সচিব আরও বলেন, ‘যেহেতু এখন অফিস বন্ধ, সেহেতু আগামী ৪ তারিখের পর অফিস খোলা হলে তার বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি।’
আরও পড়ুন: মাস্ক ব্যবহার না করায় ৩ বৃদ্ধকে শাস্তি, সমালোচনার ঝড়
প্রসঙ্গত, করোনাভাইরাস মোকাবিলায় জনসমাগম নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার-ভূমি সাইয়েমা হাসানের নেতৃত্বে শুক্রবার বিকাল থেকে ভ্রাম্যমাণ আদালত মনিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার চিনাটোলা বাজারে অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন প্রথমে দুই বৃদ্ধ। এর মধ্যে একজন বাইসাইকেল চালিয়ে আসছিলেন। অপরজন রাস্তার পাশেই বসে কাঁচা তরকারি বিক্রি করছিলেন। তবে তাদের মুখে মাস্ক ছিল না।
পুলিশ এ সময় ওই দুই বৃদ্ধকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সাইয়েমা হাসান শাস্তি হিসেবে তাদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন জনসম্মুখে। শুধু তাই নয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজেই তার মোবাইল ফোনে এ চিত্র ধারণ করেন। পরবর্তীতে আরও এক ভ্যানচালক বৃদ্ধকেও একইভাবে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন তিনি।
এসি ল্যান্ড সাইয়েমা হাসান নিজেও স্থানীয় সাংবাদিকদের কাছে বৃদ্ধদের এ শাস্তি দেয়ার সত্যতা স্বীকার করেন।