শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ফোবানা সম্মেলন-২০১৯ এর আহ্বায়ক নার্গিস আহমেদ জানান, এবারের তিন দিনব্যাপী সম্মেলন লং আইল্যান্ডে নবনির্মিত উত্তর-আধুনিক ইনডোর অ্যারিনা নাসাউ কলিসিয়ামে আয়োজন করা হবে।
উদ্যোক্তা, রাজনীতিবিদ, নীতি নির্ধারক, গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মী, সরকারি কর্মকর্তা ও শিল্পীরা অনুষ্ঠানে যোগ দেবেন। নিউইয়র্কের অত্যন্ত পুরনো জনপ্রিয় নাট্য সংগঠন ড্রামা সার্কল আয়োজিত এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো, ‘আমাদের সন্তান আমাদের গর্ব’।
নার্গিস আহমেদ জানান, সম্মেলনে কমপক্ষে আটটি পূর্বনির্ধারিত অধিবেশন থাকছে।
‘যুক্তরাষ্ট্রের বিভিন্ন চেম্বার ও বড় বড় প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি এবং বাংলাদেশ ও বিভিন্ন দেশে বসবাস করা অনাবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা ব্যবস্থা সংক্রান্ত অধিবেশনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এ অধিবেশনের ইভেন্ট পার্টনার বিজনেস আমেরিকা ম্যাগাজিন,’ যোগ করেন তিনি।
তার প্রত্যাশা, ফোবানা সম্মেলনের মাধ্যমে বিশ্বের ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে বাংলাদেশি জনগণের একটি ভালো সম্পর্ক তৈরি হবে।
বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স ফ্লোরিডার সভাপতি আতিকুর রহমান, ফোবানার সাবেক আহ্বায়ক জেডআই রাসেল, বাংলাদেশ লিয়াঁজো স্থায়ী কমিটির চেয়ারম্যান রবিউল করিম বেলাল, ব্যবসা ও বিনিয়োগ স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান এনামুল হক এনাম প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।