চাঁদপুরের কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের একটি প্রত্যন্ত ও নিভৃত গ্রাম কাঁঠালিয়া। গ্রামটিতে স্বাধীনতার ৫১ বছরেও নেই চলাচলের কোনো সড়ক।
বর্ষা মৌসুমে গ্রামের প্রসূতি, অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়াতে সীমাহীন কষ্ট ছিল নিত্যদিনের সঙ্গী।
বছরের পর বছর এমন কষ্টকে বুকে চাপা দিয়ে নতুন সড়ক নির্মাণের স্বপ্ন দেখছিলেন এ গ্রামের হাজারও বাসিন্দা। অবশেষে স্বাধীনতার ৫১ বছর পর চাঁদপুরের কচুয়া ও মতলব দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী কাঁঠালিয়া গ্রামের মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে ৩৯টি লবণ মিলই বন্ধ, বেকার হাজারো দিনমজুর
বৃহস্পতিবার বিকালে কাঠাঁলিয়া গ্রামে নবনির্মিত ওই সড়ক পরিদর্শন শেষে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীর। তিনি বলেন, কাঠাঁলিয়া গ্রাম আমার নিজের গ্রাম মনে করে এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন, ব্রিজ নির্মাণ, অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষিত যুবক-যুবতীদের চাকরি প্রদানসহ যাবতীয় উন্নয়ন করা হবে বলে প্রতিশ্রুতি দেন।
স্থানীয়রা জানান, পাশ্ববর্তী মতলব দক্ষিণ উপজেলার টেমাই ও ঘোড়াধারী গ্রামের কিছু জমির মালিক তাদের জায়গার ওপর দিয়ে সড়ক নির্মাণে বাধা দেয়ায় দীর্ঘদিন এ সমস্যা বিরাজ করছিল। অবশেষে দুই উপজেলার জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতায় পৃথক পৃথক বৈঠক শেষে সড়কটি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।