স্মার্টফোন বাজারে শক্ত অবস্থানে থাকা এ স্মার্টফোন ব্র্যান্ডটি বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে তাদের এম সিরিজের নতুন স্মার্ট ডিভাইস গ্যালাক্সি এম৩১।
প্রযুক্তিপ্রেমী তরুণদের কথা বিবেচনা করে গ্যালাক্সি এম৩১ ডিভাইসটিতে ক্যামেরা, ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব ও ডিসপ্লের বিষয়টি বেশি গুরুত্ব দিয়েছে স্যামসাং। চলুন জেনে নেয়া যাক নতুন এ ডিভাইসটিতে কি কি সুবিধা দিচ্ছে স্যামসাং।
ডিজাইন: গ্যালাক্সি এম৩১ স্মার্টফোনের বডিতে পলিকার্বোনেট ব্যবহার করা হয়েছে। গ্রেডিয়েন্ট ব্যাক এবং স্লিক ডিজাইনের এ ডিভাইসটি হালকা ওজনের (লাইট ওয়েট) হওয়ায় ফোনটি খুব সহজেই ধরা ও ব্যবহার করা যায়। ডিভাইসটির পেছনে একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে। ফোনটির পেছনে ক্যামেরা পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ব্ল্যাক ও ব্লু এ দু’টি আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে।
ডিসপ্লে: ভিডিও কনটেন্ট উপভোগের জন্য গ্যালাক্সি এম৩১ স্মার্টফোনটিতে রয়েছে বিশাল ৬.৪ ফুলএইচডি+ এসঅ্যামোলেড ইনফিনিটি ইউ ডিসপ্লে। যার প্রতি ইঞ্চি ডিসপ্লেতে রয়েছে ৪০৩ পিক্সেল। হাই কন্ট্রাস্টের এই ইনফিনিটি সুপার অ্যামোলেড ডিসপ্লেতে ৪০ শতাংশ বেশি কালারফুল ভিউ এর পাশাপাশি রয়েছে ৩০ শতাংশ পর্যন্ত পাওয়ার সেভিং সুবিধা। ডিসপ্লেতে আছে ১৭০ ডিগ্রি পর্যন্ত পারফেক্ট ভিউইং এঙ্গেল। ডিসপ্লের ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স আরও বাড়িয়ে তুলতে সংযুক্ত করা হয়েছে ডলবি অ্যাটমোস স্টেরিও স্পিকার।
ক্যামেরা: চমৎকার সেলফি তোলার জন্য গ্যালাক্সি এম৩১ স্মার্ট ডিভাইসে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও, ডিভাইসটিতে রয়েছে ৬৪ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। ডিভাইসটির ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে আপনি দিনে কিংবা রাতে যেকোনো সময় ঝকঝকে ও উজ্জ্বল ছবি তুলতে পারবেন। সাথে থাকছে রিয়ার ও ফ্রন্ট ক্যামেরায় ফোরকে রেজ্যুলেশনের ভিডিও রেকর্ডিং।
পারফরমেন্স: এক্সিনোস চালিত গ্যালাক্সি এম৩১ ডিভাইসটিতে রয়েছে অক্টাকোর-কোয়াড ২.৩ গিগাহার্টজ প্রসেসর+কোয়াড ১.৭ গিগাহার্টজ স্পিড। ডিভাইসটিতে রয়েছে ৬/৮ জিবি র্যাম ও ৬৪/ ১২৮ জিবি রম বা স্টোরেজ, যা ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। বর্তমানে, দেশের বাজারে ৬ জিবি র্যাম/৬৪ জিবি রমের সংস্করণটি পাওয়া যাচ্ছে।
গেমিং এক্সপেরিয়েন্স: ফোনটিতে অনবদ্য গেমিং পারফরমেন্সের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেইজড গেম বুস্টার রয়েছে। যা মেশিন লার্নিংয়ের মাধ্যমে ব্যবহারকারীর ইউজেস প্যাটার্নের ওপর নির্ভর করে নিজেই নিজেকে অপ্টিমাইজ করতে পারছে। ফলে, ব্যবহারকারীরা কল অব ডিউটি ও পাবজির মতো গেম খেলতে পারছে স্বাচ্ছন্দ্যে।
সফটওয়্যার: ব্যবহারকারীদের ফোনটি ব্যবহারের দুর্দান্ত অভিজ্ঞতা দিতে অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এ ডিভাইসটিতে রয়েছে স্যামসাংয়ের নিজস্ব ওয়ান ইউআই ২, যাতে হিয়ারিং হয়েছে আরও চমৎকার এবং অল্প আলোতে বেটার ভিজিবিলিটির জন্য উন্নত ডার্ক মোড। পাশাপাশি, এনহ্যান্সড সিকিউরিটির জন্য ফেস রিকগনিশন ও রিয়ার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারে ফাস্ট আনলক, ডিস্টার্বেন্স ছাড়া নোটিফিকেশন, ডিজিটাল ওয়েলনেস চেকিংসহ প্রয়োজনীয় আরও অনেক ফিচার।
ব্যাটারি: গ্যালাক্সি এম৩১ স্মার্ট ডিভাইসে রয়েছে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং দ্রুতগতিতে চার্জের জন্য থাকছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং। ডিভাইসটি দিয়ে ফুল চার্জে ২১ ঘণ্টা পর্যন্ত ইন্টারনেট, ২৬ ঘণ্টা পর্যন্ত ভিডিও, ৪৮ ঘণ্টা পর্যন্ত কথা বলা ও ১১৯ ঘণ্টা পর্যন্ত গান শোনা যাবে।
সর্বোপরি, তরুণ প্রজন্ম বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, করপোরেট প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য দীর্ঘ সময় ধরে প্রয়োজনীয় কাজ বা গেম খেলার জন্য শক্তিশালী ব্যাটারি, হাই রেজ্যুলেশন মোবাইল ফটোগ্রাফি ও দুর্দান্ত মাল্টিমিডিয়ার গ্যালাক্সি এম৩১ স্মার্টডিভাইসটি ফোন ব্যবহারের দুর্দান্ত অভিজ্ঞতা দিবে।