‘বার্লিনালে স্পটলাইট: ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’ শিরোনামে দক্ষিণ এশিয়ার ৪টি দেশে (ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও বাংলাদেশ) একযোগে অনলাইন প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশে অবস্থিত গ্যাটে ইন্সটিউট। বার্লিনকে ঘিরে প্রথমবারের মতো এমন আয়োজন হচ্ছে।
আরও পড়ুন: পর্দা নামলো সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় নির্মাতা তামের আল সাইদের "আখের আয়াম এল মদিনা" (ইন দ্য লাস্ট ডেইজ অফ দ্য সিটি) প্রদর্শনীর মধ্য দিয়ে প্রদর্শনীর উদ্বোধন হবে। এই চলচ্চিত্রটি ২০১৬ সালে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ক্যালগারি চলচ্চিত্র পুরস্কার এবং বুয়েন্স এইরেস ইন্টারন্যাশনাল ফেস্টিভাল অব ইন্টিপেন্ডেন্ট সিনেমা উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জিতে নিয়েছে।
আরও পড়ুন: শাকিবের ‘নবাব এলএলবি’ সিনেমার পোস্টার প্রকাশ
ধারাবাহিক এ প্রদর্শনীর সঞ্চালক কামার আহমাদ সাইমন বলেন, ‘দক্ষিণ এশিয়ায় ডব্লিউসিএফ প্রাপ্ত চলচ্চিত্র প্রদর্শনীর আইডিয়াটাই আমাকে ক্লিক করেছে। দুনিয়ার নানান দেশে সমসাময়িক আর্ট হাউজ নির্মাতাদের সাথে লাইভ আড্ডা দেয়ার সুযোগ শুনেই আমি 'হ্যাঁ' বলে দিয়েছিলাম।’
ডব্লিউসিএফ প্রাপ্ত দুই শতাধিক চলচ্চিত্র থেকে প্রদর্শনীর ছবিগুলা ডব্লিউসিএফের সাথে কিউরেট করেছেন প্রযোজক সারা আফরীন। বাছাইকৃত ছবিগুলা ইতিমধ্যেই প্রথম সারির বিভিন্ন আন্তর্জাতিক উৎসবগুলায় পুরস্কৃত বা আলোচিত হয়ে দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।
আরও পড়ুন: ‘নবাব এলএলবি’ সিনেমার পরিচালক ও অভিনেতা জামিন পেয়েছেন
কিউরেটর সারা আফরীন তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘সবগুলো ছবিই সহজাতভাবে মানুষ, সমাজ ও রাজনীতির কথা বলে। আমি ছবি বাছাই করেছি সিনেম্যাটিক ব্রিলিয়ান্স আর দেশে দেশে মানুষের কথা মাথায় রেখে।’
গ্যেটে–ইন্সটিটিউট বাংলাদেশের পরিচালক ড. ক্রিস্টেন হ্যাকেনব্রোক বলেন, ‘এই উদ্যোগের মূল লক্ষ্য তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহিত করা, যাতে তারা প্রথাবিরুদ্ধ চলচ্চিত্র নির্মাণে সাহসী হন, আবার একইসাথে দেশে দেশে নির্মাতাদের যোগাযোগও বৃদ্ধি পায়।’
আরও পড়ুন: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নোনা জলের কাব্য’র নেটপ্যাক অ্যাওয়ার্ড জয়
বার্লিনালে ওয়ার্ল্ড সিনেমা ফান্ড এর প্রধান ভিনসেনজো বানো বলেছেন, ‘আমরা এখন একটা খুবই কঠিন এবং গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে চলেছি। অন্য যে কোনো সময়ের তুলনায় আমরা ডব্লিউসিএফপ্রাপ্ত চলচ্চিত্র বিশ্বের দরবারে তুলে ধরতে সর্বোচ্চ চেষ্টা করছি: আমরা গ্যেটে–ইন্সটিটিউটের কাছে কৃতজ্ঞ আমাদেরকে সে সুযোগ করে দেবার জন্য।’
আরও পড়ুন: রবিবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী
ডব্লিউসিএফ হলো বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মাননা, যার সাথে যুক্ত রয়েছে ফেডারেল ফাউন্ডেশন ফর কালচার, সহযোগিতায় রয়েছে ফেডারেল ফরেন অফিস, ক্রিয়েটিভ ইয়োরোপ/মিডিয়া প্রোগ্রাম, এসিপি গ্রুপ অব স্টেটসের সচিবালয় এবং অন্যতম সহযোগী গ্যেটে–ইন্সটিটিউট। গ্যেটে–ইন্সটিটিউট বাংলাদেশ, দক্ষিণ এশিয় অঞ্চলে তার বিভিন্ন সহযোগী সংগঠনের মাধ্যমে, এই অনুষ্ঠানটির অন্যতম আয়োজকের ভূমিকা বহন করছে।