হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে কাদের আলোচনায় আসেন।
আরও পড়ুন: দেশে ক্যান্সার রোগী ১৫ লাখ, প্রতিবছর মারা যান দেড় লাখ
পারিবারিক সূত্রে জানা যায়, চতুর্থ ধাপের ক্যান্সার তার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে।
কাদেরকে ৮ ডিসেম্বর চেন্নাইয়ের ক্রিশ্চিয়ান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা বেশ গুরুতর।
আরও পড়ুন:২০২২ সালের মধ্যে ৮ বিভাগে ক্যান্সার হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
ওই হাসপাতালের চিকিৎসকরা ১৫ ডিসেম্বর এক জরুরি বোর্ড মিটিং শেষে অভিনেতার পরিবারকে জানায় যে বর্তমানে তার ক্যানসারটি চতুর্থ ধাপে আছে।
এরপর কাদেরকে কেমোথেরাপি দেয়ার সিদ্ধান্ত নেয় তার পরিবার। তবে অভিনেতা শারীরিকভাবে বেশ দুর্বল থাকায় চিকিত্সকরা কেমো দিতে চাচ্ছেন না।
আরও পড়ুন: ক্যান্সারে মারা গেলেন ‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত সুপার হিরো চ্যাডউইক
কাদেররের শারীরিক অবস্থা কিছুটা ভালো হলে আগামীকাল ১৮ ডিসেম্বর তাকে নিয়ে দেশে ফেরার পরিকল্পনা করছেন পরিবারের সদস্যরা। এরপর তাকে কেমোথেরাপি দিতে চান তারা।
হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য টেলিভিশনের পর্দায় তুমুল জনপ্রিয় আবদুল কাদের। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র পরিচিত মুখ তিনি।
আরও পড়ুন:রকব্যান্ড ভ্যান হ্যালেনের গিটারিস্ট ক্যান্সারে মারা গেছেন
হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্রে অভিনয়ের জন্যও কাদের জনপ্রিয়তা অর্জন করেছেন। ‘রং নাম্বার’সহ বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।