কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্বাস্থ্যের অবস্থার উন্নতি হয়েছে বলে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
অক্সিজেন স্যাচুরেশনের পাশাপাশি তার শরীরের সোডিয়াম এবং পটাসিয়ামের মাত্রায়ও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।
চিকিৎসকরা বলছেন, সৌমিত্র চট্টোপাধ্যায় এখন ‘নির্দেশনা মানছেন, সাড়া দিচ্ছেন এবং অনেক শব্দ বুঝতে পারছেন।’ খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রবীণ এই অভিনেতা সপ্তাহের শুরুতে কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ শনাক্ত হন। এরপরই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে বৃহস্পতিবার সন্ধ্যায় জানান তার চিকিৎসকরা। খবর: এনডিটিভি।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য সম্পর্কে তার চিকিৎসা সেবায় নিযুক্ত এক প্রবীণ চিকিৎসক বলেন, ‘তিনি খুব ভালো আছেন।’
বুধবার করোনা নেগেটিভ হওয়ার পর তাকে আইসিইউ থেকে শিফট করা হয়।
এর আগে গত ৬ অক্টোবর করোনাভাইরাসে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করা হয় এই অভিনেতাকে।