বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘অর্থহীন’র দলনেতা সাইদুস সালেহীন খালেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ‘বেসবাবা’ সুমন নামে খ্যাত। তার ছেলে আহনাফ সালেহীন খালেদও করোনায় আক্রান্ত।
সোমবার সুমন নিজেই তার অফিসিয়াল ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করে লেখেন, ‘আহনাফ ও আমার করোনা টেস্ট পজিটিভ এসেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
গায়ক-গীতিকার-সংগীতশিল্পী সুমন বর্তমানে প্রায় এক দশক ধরে ক্যান্সারের সাথে লড়াই করছেন এবং বিদেশেও তার চিকিৎসা চলছে।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যার দিক দিয়ে এ মহামারির উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসোর্স সেন্টারের ওয়েবসাইটে সোমবার পাওয়া তথ্য অনুযায়ী, কোভিড-১৯ রোগে চীনে এ পর্যন্ত মারা গেছেন চার হাজার ৭৩৪ জন।
অন্যদিকে, বাংলাদেশে মোট মৃতের সংখ্যা চার হাজার ৭৫৯ জনে পৌঁছেছে বলে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।