ব্রাঞ্জোলিনা বিনোদন জগতে জনপ্রিয় এক জুটির নাম ছিল। বিচ্ছেদের পর তাদের আবারও ভক্তরা আলাদা আলাদাভাবে পরিচয় দেয়া শুরু করেছে। হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে ‘অপ্রত্যাশিত’ বিচ্ছেদের পর নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে ব্র্যাড পিটকে। সেই সব অভিজ্ঞতা প্রসঙ্গে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন এই হলিউড তারকা।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিবাহবিচ্ছেদ ঘোষণার পরই ৫৮ বছরের এই অভিনেতার গায়ক নিক কেভ ও ভাস্কর থমাস হাউসগোর সঙ্গে বন্ধুত্ব আরও গাঢ় হয়। এ বিষয়েও কথা বলেছেন তিনি।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে অ্যাঞ্জেলিনা জোলি
২০১৬ সালে নববর্ষের এক অনুষ্ঠানে হাউসগোর সঙ্গে দেখা হওয়ার পর তাদের ‘ত্রয়ী’ দলে তাকে যুক্ত করেন। এদিকে ১৯৯১ সালে ‘জনি সুয়েডে’ মঞ্চে কেভের সঙ্গে দেখা হয় পিটের।
ফক্স নিউজ জানিয়েছে, ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে হাউসগোর সঙ্গে বন্ধুত্ব প্রসঙ্গে পিট বলেন, ‘আমাদের পারস্পরিক দুর্দশা হাস্যরসে পরিণত হয়। এবং এই দুর্দশা থেকে আমার জীবনে আনন্দের শিখা আসে। আমি সবসময় একজন ভাস্কর হতে চেয়েছি। আমি সবসময় এটা চেষ্টা করতে চাই।’
সে সময়, জোলি এক ব্যক্তিগত বিমানযাত্রার সময় উত্তপ্ত ঝগড়ার পর পিটের থেকে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। এই ঝগড়ার কারণে তিনি পিটের বিরুদ্ধে লাঞ্ছনার অভিযোগ আনেন। এই সময়টায় পিট হাউসগোর স্টুডিওতে অনেক সময় কাটিয়েছেন পিট এবং শিল্পচর্চায় মনোযোগ দেন।
পিট ভাস্কর্য ও শিল্প সম্পর্কে বলেন, ‘এর সবটাই হল আত্ম-প্রতিফলন। আমি আমার নিজের জীবনের দিকে তাকিয়েছি এবং সত্যিই আমার নিজের দিকে মনোনিবেশ করেছি। কোথায় আমি আমার সম্পর্কের ক্ষেত্রে ব্যর্থ হয়েছি এবং কোথায় আমি ভুল পদক্ষেপ নিয়েছি।’
‘আপনি ঠিক কে হতে চান’ তা শেখা এবং যেখানে আপনি ‘নিরাপদ’ বোধ করেন সেখানে বন্ধুত্ব করার বিষয়েও পিট কথা বলেন।