বিচ্ছেদ
শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা সানিয়া মির্জার পরিবারের
পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিকের সঙ্গে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার দাম্পত্য জীবনের ইতি টানার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে সানিয়ার পরিবার।
শোয়েব তার নববিবাহিতা স্ত্রী পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে ছবি পোস্ট করার একদিন পরই বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
আরও পড়ুন: দু-একদিনের মধ্যে ঢাকাসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বাড়বে: নসরুল হামিদ
সানিয়া ও শোয়েব ২০১০ সালে গাঁটছড়া বাঁধেন। এরপর ভারত ও পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
মির্জা পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সানিয়া সবসময় তার ব্যক্তিগত জীবনকে লোকচক্ষুর আড়ালে রেখেছেন। তবে আজ তার প্রয়োজন হয়েছে যে শোয়েব এবং তার কয়েক মাস হলো বিয়ে বিচ্ছেদ হয়েছে।’ শোয়েবের নতুন যাত্রার জন্য শুভ কামনা জানিয়েছেন তিনি।
সানিয়া যখন বর্তমানে অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্য বক্সে মগ্ন, তখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে ব্যস্ত শোয়েব।
তাদের ছেলে সানিয়ার সঙ্গেই থাকে।
আরও পড়ুন: আবারও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা হলেন জয়
রোহিঙ্গা ইস্যুকে জাতিসংঘের আলোচ্যসূচির শীর্ষে রাখতে মহাসচিবের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ
১০ মাস আগে
জানা গেল রাজ-পরীর বিচ্ছেদের কারণ
তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজের বিয়ে বিচ্ছেদের কারণ অবশেষে জানালেন তার আইনজীবী মো. শাহীনুজ্জামান।
সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বামী চিত্রনায়ক শরিফুল রাজকে তালাকের চিঠি পাঠিয়েছেন পরীমনি। আর কারণ হিসেবে জানানো হয়, রাজের আচরণের কারণে অতিষ্ঠ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আরও পড়ুন: বিরতির পর ফিরছেন পরীমণি
বুধবার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেওয়া বক্তব্যে পরীমণির আইনজীবী আরও বলেন, নারী আসক্তি রয়েছে রাজের। আর পরীমণি প্রত্যক্ষভাবে এর প্রমাণ পেয়েছেন।
উল্লেখ্য, ২০২১ সালে ‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়েই প্রেমে জড়ান পরীমণি ও শরিফুল রাজ। এরপর গোপনে বিয়েও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলোকিত করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।
আরও পড়ুন: পরী ও রাজের বিবাহবিচ্ছেদ!
১ বছর আগে
হিন্দু নারীদের অধিকার প্রশ্নে হাইকোর্টের রুল
হিন্দু নারীদের বিবাহ নিবন্ধন, বিচ্ছেদ, ভরণপোষণ ও উত্তরাধিকার বিষয়ে নীতিমালা প্রণয়ন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।
রুলে এসব ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ হবে না জানতে চাওয়া হয়েছে।
এছাড়া হিন্দু নারীদের অভিভাবকত্ব ও দত্তক গ্রহণে কেন যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন।
রবিবার এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহাবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
আরও পড়ুন: হিন্দু নারীদের উত্তরাধিকার আইন বিষয়ে অ্যামিকাস কিউরিদের মতামত শুনবেন হাইকোর্ট
আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিব, আইন সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ধর্ম সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এসব রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না, শাহীনুজ্জামান, সৈয়দা নাসরিন, এসএম রেজাউল করিম।
গত (২ মে) আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), নারীপক্ষ, বাংলাদেশ মহিলা পরিষদ, মানুষের জন্য ফাউন্ডেশন, অভিযান এবং উজ্জ্বল পাল, পলি ব্যানার্জি ও বিথীসা বাগচী হাইকোর্টে রিট করেন।
সে রিটে হিন্দু নারীদের বিবাহ বিচ্ছেদ, নিবন্ধন, ভরণপোষণের অধিকার, অভিভাবকত্ব, দত্তক গ্রহণ, সমান উত্তরাধিকার এবং তাদের মৌলিক অধিকার, জীবন ও স্বাধীনতা রক্ষা করা সংক্রান্ত বিষয়ে সমস্যার সমাধানের আর্জি জানানো হয়।
আরও পড়ুন: শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: হাইকোর্টে দণ্ডপ্রাপ্ত ৬ আসামির জামিন
১ বছর আগে
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর যেমন আছেন ব্র্যাড পিট!
ব্রাঞ্জোলিনা বিনোদন জগতে জনপ্রিয় এক জুটির নাম ছিল। বিচ্ছেদের পর তাদের আবারও ভক্তরা আলাদা আলাদাভাবে পরিচয় দেয়া শুরু করেছে। হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে ‘অপ্রত্যাশিত’ বিচ্ছেদের পর নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে ব্র্যাড পিটকে। সেই সব অভিজ্ঞতা প্রসঙ্গে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন এই হলিউড তারকা।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিবাহবিচ্ছেদ ঘোষণার পরই ৫৮ বছরের এই অভিনেতার গায়ক নিক কেভ ও ভাস্কর থমাস হাউসগোর সঙ্গে বন্ধুত্ব আরও গাঢ় হয়। এ বিষয়েও কথা বলেছেন তিনি।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে অ্যাঞ্জেলিনা জোলি
২০১৬ সালে নববর্ষের এক অনুষ্ঠানে হাউসগোর সঙ্গে দেখা হওয়ার পর তাদের ‘ত্রয়ী’ দলে তাকে যুক্ত করেন। এদিকে ১৯৯১ সালে ‘জনি সুয়েডে’ মঞ্চে কেভের সঙ্গে দেখা হয় পিটের।
ফক্স নিউজ জানিয়েছে, ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে হাউসগোর সঙ্গে বন্ধুত্ব প্রসঙ্গে পিট বলেন, ‘আমাদের পারস্পরিক দুর্দশা হাস্যরসে পরিণত হয়। এবং এই দুর্দশা থেকে আমার জীবনে আনন্দের শিখা আসে। আমি সবসময় একজন ভাস্কর হতে চেয়েছি। আমি সবসময় এটা চেষ্টা করতে চাই।’
সে সময়, জোলি এক ব্যক্তিগত বিমানযাত্রার সময় উত্তপ্ত ঝগড়ার পর পিটের থেকে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। এই ঝগড়ার কারণে তিনি পিটের বিরুদ্ধে লাঞ্ছনার অভিযোগ আনেন। এই সময়টায় পিট হাউসগোর স্টুডিওতে অনেক সময় কাটিয়েছেন পিট এবং শিল্পচর্চায় মনোযোগ দেন।
পিট ভাস্কর্য ও শিল্প সম্পর্কে বলেন, ‘এর সবটাই হল আত্ম-প্রতিফলন। আমি আমার নিজের জীবনের দিকে তাকিয়েছি এবং সত্যিই আমার নিজের দিকে মনোনিবেশ করেছি। কোথায় আমি আমার সম্পর্কের ক্ষেত্রে ব্যর্থ হয়েছি এবং কোথায় আমি ভুল পদক্ষেপ নিয়েছি।’
‘আপনি ঠিক কে হতে চান’ তা শেখা এবং যেখানে আপনি ‘নিরাপদ’ বোধ করেন সেখানে বন্ধুত্ব করার বিষয়েও পিট কথা বলেন।
২ বছর আগে
ঘর ভাঙছে অ্যাকোয়াম্যান তারকা জেসন মোমোয়া ও লিসা বোনেটের
১৬ বছর সংসার করার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ‘অ্যাকোয়াম্যান’ খ্যাত তারকা জেসন মোমোয়া ও লিসা বোনেট। বুধবার এই দম্পতি ইন্সটাগ্রামে এক যৌথ বিবৃতিতে তাদের বিচ্ছেদের ঘোষণা দেন।
বিবৃতিতে তারা বলেন, আমরা সকলেই এই রূপান্তরকালীন সময়ের চাপ এবং পরিবর্তন অনুভব করেছি...বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে, আমাদের পরিবারও এর ব্যতিক্রম নয়।
তারা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, আমরা কোনো খবর তৈরির উদ্দেশ্যে এটা প্রকাশ করছি না, বরং আমরা আমাদের জীবন নিয়ে যাতে মর্যাদা ও সততার সঙ্গে বাঁচতে পারি; তাই আমরা এই কথা জানাচ্ছি।
আরও পড়ুন: মার্কিন কৌতুকাভিনেত্রী বেটি হোয়াইট আর নেই
এই দম্পতি আরও বলেছেন, তারা তাদের সন্তান লোলা এবং নাকোয়া-উলফের জন্য বাবা-মা হয়ে থাকবেন।
৪২ বছর বয়সী মোমোয়া এবং ৫৪ বছর বয়সী বোনেট ২০০৫ সাল থেকে প্রেম শুরু করেন এবং ২০১৭ সালের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। তাদের একটি ছেলে ও মেয়ে রয়েছে।
বোনেট ‘দ্য কসবি শো’-এ বিল কসবির মেয়ের চরিত্রে এবং ‘এ ডিফারেন্ট ওয়ার্ল্ড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করেন। তিনি মোমোয়ার আগে রকার লেনি ক্রাভিটজকে বিয়ে করেছিলেন।
আরও পড়ুন: স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেল ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’
রেড নোটিশ: নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল মুভি
২ বছর আগে