করোনার কারণে গত দুই বছর ঢাকাই সিনেমার বিভিন্ন দিক ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক বিগ বাজেটের সিনেমার মুক্তি এখন পর্যন্ত আটকে আছে। তবে ২০২১ সালের শেষটা ঢালিউডে যে সুদিন ফিরেছিল তাতে স্বস্তি পেয়েছিল ইন্ডাস্ট্রি। কিন্তু এর স্থায়িত্ব হয়তো শিগগিরই ফুরিয়ে যাচ্ছে।
সম্প্রতি দেশে আবারও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আলোচিত সিনেমা ‘শান’এর মুক্তি পেছাল।
বিষয়টি নিশ্চিত করে সিনেমার গল্পকার ও ক্রিয়েটিভ প্রধান পুলিশ সুপার আজাদ খান জানান, আগমী ৭ জানুয়ারি সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা হলেও, আপাতত তা পেছানো সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন: বছরের শুরুতে নতুন লুক ও চমক নিয়ে আফরান নিশো
বিষয়টি নিয়ে ‘শান’এর পরিচালক এম রাহিম বলেন, ‘করোনা সংক্রমণ আবারও বাড়ছে। ওমিক্রন আসার পর সবার মধ্যে আতঙ্ক বাড়ছে। এমন সময় সিনেমাটি মুক্তি ব্যবসায়িকভাবে ক্ষতির কারণ হবে। কারণ এটি অনেক বড় বাজেটের প্রোডাকশন। আর এখন মুক্তি দিলে দর্শক সংখ্যাও কম হবে। তাই সব দিক বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
‘শান’ এর মূখ্য চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।
মুক্তি পেছানোর বিষয়টি ফেসবুকের মাধ্যমে তিনি ভক্তদের জানিয়েছেন। পোস্টে সিয়াম লেখেন, ‘শান কেবল একটি সিনেমা নয়। এটি দর্শকদের হলে ফিরিয়ে আনার, বাংলাদেশ পুলিশের সাহসিকতা প্রদর্শন করার এবং আপামর বাংলার জনগণকে বিনোদন দেয়ার জন্য প্রচণ্ড ভালোবাসা, ত্যাগ ও চেষ্টা নিয়ে তৈরি করা একটি স্বপ্ন। যে স্বপ্নকে দর্শকদের কাছে আমরা পরম যত্নে তুলে দিতে চেয়েছিলাম। সে অনুযায়ী শেষ মুহূর্তের প্রস্তুতিও সম্পন্ন হয়ে গিয়েছিল আমাদের। কিন্তু বর্তমান বাস্তবতায় আমরা চাইনি দর্শককে কোভিডের আতঙ্কের মাঝে হলমুখী করতে।
আরও পড়ুন: হাজংদের জীবন সংগ্রাম নিয়ে ডকুফিল্ম
‘শান’ সিনেমায় দেশ ও মানুষের গল্প বলা হয়েছে। তাই আমাদের কাছে দেশ ও দেশের মানুষ সবার আগে। শান ফিরে আসবে। ফিরে আসবে সুস্থ এক সময়ে। আর যখন শান আসবে তখন দর্শকই সবার আগে জানবেন।’
‘শান’এ সিয়ামের সঙ্গে জুটি বেঁধেছেন পূজা চেরি। প্রায় তিন বছর পর আবারও পর্দায় তাদের রসায়ন দেখবেন দর্শক।