দুই পরিবারের পক্ষ থেকেই ব্যাপক আয়োজন করা হয়েছে। শুক্রবারই আলিবাগের পাঁচতারা হোটেলে পরিবার-পরিজন নিয়ে পৌঁছে গেছেন বরুণ-নতাশা।
জানা গেছে, একেবারে নিশ্ছিদ্র কড়া নিরাপত্তার মধ্যেই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব সব মিলিয়ে বর-কনে পক্ষের মোট ৫০ জন উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে। হোটেলের কর্মীদের মোবাইলও সিল করে দেয়া হবে।
আরও পড়ুন: বিয়ে করলেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ
বান্ধবী সুনিধিকেই বিয়ে করলেন অর্ণব
আমন্ত্রিতদের তালিকায় বচ্চন পরিবার, শাহরুখ খান, সালমন খান, করণ জোহরদের নাম শোনা গেলেও আর কারা উপস্থিত থাকবেন তা এখনো জানা যায়নি।
দুই পরিবারের থাকার জন্য মহারাষ্ট্রের আলিবাগে মোট তিনটি ভিলা-দ্য পাম কোর্ট, দ্য কোভ রুম ও দ্য স্কাই ডেক রুম- ভাড়া করা হয়েছে। ব্যাচেলর পার্টি, সংঙ্গীত ও মেহেন্দি অনুষ্ঠান সবগুলোই আলিবাগে আয়োজন করা হয়েছে।
শনিবার বিকালেই বিয়ের ভেন্যুতে পৌঁছেছেন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা ও পরিচালক কুণাল কোহলি।
আরও পড়ুন: বিয়ে করলেন শমী কায়সার
বিয়ের অনুষ্ঠানে কোভিড সুরক্ষাবিধির কড়াভাবে মানা হবে। আমন্ত্রিতদের জন্য বেশ কিছু স্যানিটাইজিং মেশিন রাখা হয়েছে। এছাড়া বিয়েতে যারা উপস্থিত থাকবেন তাদের প্রত্যেকের করোনা রিপোর্ট জমা দেয়া বাধ্যতামূলক করা করা হয়েছে।