সোমবার একজন আইনজীবী গণমাধ্যমকে জানান, বলিউডের তিন খান সালমান, শাহরুখ ও আমির এবং করণ জোহর ও আদিত্য চোপড়াসহ বলিউডের শীর্ষ ৩৪ চলচ্চিত্র নির্মাতা মাদক কেলেঙ্কারির ঘটনায় ‘দায়িত্বজ্ঞানহীন প্রতিবেদন’ করার অভিযোগে দেশটির রিপাবলিক টিভি ও টাইমস নাউয়ের বিরুদ্ধে দিল্লির হাইকোর্টে মামলা দায়ের করেছেন।
মামলার আবেদনে শীর্ষ বলিউড তারকারা বলিউড ও এর সদস্যদের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন, অবমাননাকর ও মানহানিকর মন্তব্য প্রকাশ করা থেকে টিভি চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে বিরত থাকতে অবিলম্বে নির্দেশ জারি করার আহ্বান জানিয়েছেন।
ওই আবেদনে আরও বলা হয়, বলিউডে জড়িত ব্যক্তিত্বদের নিয়ে মিডিয়া ট্রায়াল করার বিষয়টি তাদের গোপনীয়তা লঙ্ঘন করার সমতুল্য।
গত ১৪ জুন মুম্বাইয়ের নিজ ফ্ল্যাটে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ৩৪ বছর বয়সী বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধার করা হয়। তার জন্য গাঁজা কেনার অভিযোগে প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়। এরপর ওই মাদক মামলায় অভিনেত্রী থেকে শুরু করে চলচ্চিত্র নির্মাতা, ডিজাইনারসহ বলিউডের কমপক্ষে শীর্ষ ২০ সেলিব্রেটির নাম ওঠে আসে। বিগত মাসগুলোতে ভারতে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।