সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবিটিতে রয়েছে একটি কামরায় আটকে পড়া নয়জন নারীর গল্প। পরিচালক প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় হিন্দি ছবির বর্তমান ও আগের প্রজন্মের সেরা নয়জন অভিনেত্রীকে নিয়ে তৈরি করেছেন এই স্বল্পদৈর্ঘ্যের নারীকেন্দ্রিক ছবি।
কাজল ছাড়াও ছবিটির মুখ্য ভূমিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া, শ্রুতি হাসান, নীনা কুলকার্নি, মুক্তা বার্ভে, শিবানী রঘুবংশী, যশস্বিনী দয়ামা, সন্ধ্যা মাত্রে ও রমা জোশি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস
একটি বন্ধ কামরায় আটকে পড়ে সমাজের আলাদা আলাদা স্তর থেকে আসা নয়জন নারী। প্রত্যেকেই অত্যন্ত বিষণ্ন। যেন কোনো কিছুর জন্য অপেক্ষা করছে সবাই। সমস্যা শুরু হয় যখন একটি ডোরবেল শোনা যায়। একদল বলতে শুরু করে যে ঘরে এতজন একসঙ্গে, এমনিতেই দমবন্ধ লাগছে। আর একজনকে ঢুকতে দেয়ার কোনো প্রয়োজন নেই।
এখান থেকে পরিচালক একটি অদ্ভুত জায়গায় নিয়ে যান দর্শককে। জানা যায়, তারা প্রত্যেকেই ধর্ষণের শিকার। দেখে নিতে পারেন এই ছবির ট্রেলার নিচের লিঙ্কে ক্লিক করে–
এই শর্ট ফিল্মে যে অভিনেত্রীদের দেখা গিয়েছে, তারা প্রত্যেকেই বিভিন্ন সময়ে মেয়েদের বিভিন্ন ইস্যুতে অত্যন্ত সরব হয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ‘মিটু’ আন্দোলন নিয়ে মতামত প্রকাশ করেছেন কাজল। তিনি বলেন, মেয়েরা যে এই বিষয়গুলো প্রকাশ্যে এনেছে তা অত্যন্ত জরুরি ছিল। এই আন্দোলনের কারণে এদেশের পুরুষ অন্তত সাত পা পিছিয়ে গিয়েছে।
‘দেবী’-র প্রচারে এসে সাংবাদিকদের বলিউড তারকা কাজল বলেন, ‘ভাল-মন্দ বাদ দিন, এখন মেয়েদের সঙ্গে প্রতিদিনের কথাবার্তার সময় পুরুষরা অনেক বেশি সচেতন থাকে, সেটা শুটিংয়ের সেট হোক অথবা অফিস।’
আরেক অভিনেত্রী শ্রুতি হাসানও জানিয়েছেন যে সাধারণভাবে এদেশের পুরুষেরা তাদের কৃতকর্মের ফলাফল সম্পর্কে এখন অনেক বেশি সচেতন হয়েছে, সেটাই এই আন্দোলনের সবচেয়ে ভালো দিক।