চলমান করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে না ফেরার দেশে চলে গেছেন জনপ্রিয় অভিনেতা ইরফান খানের মা। কিন্তু লকডাউন থাকার কারণে মাকে শেষবারের মতো দেখতে পেলেন না এ বলিউড অভিনেতা।
করোনার কারণে ভারতে চলমান লকডাউন ঘোষণার আগেই একটি কাজে লন্ডন যান ইরফান। পরে হঠাৎ করেই বিমান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় আর দেশে ফিরতে পারেননি তিনি।
ইরফানের মা সৈয়দা বেগম (৮২) গত শনিবার মারা যান এবং ও্ দিনই দেশের বাড়ি জয়পুরে শেষকৃত্য সম্পন্ন হয় তার। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ অভিনেতা ইরফান নিজেও নিউরো এন্ডোক্রাইন টিউমারে ভুগছেন। এবং তার এই মারণ রোগের চিকিৎসা চলছে দীর্ঘদিন ধরেই।
ইরফান খানকে শেষ দেখা গেছে ‘ইংলিশ মিডিয়াম' ছবিতে। ছবিতে তার বিপরীতে দেখা গেছে কারিনা কাপুর, রাধিকা মদনকে। করোনভাইরাস এবং লকডাউনের কারণে ছবিটি বক্স অফিসে খুব বেশি আয় করতে না পারলেও গল্পটি বেশ প্রশংসিত হয়েছে। সূত্র: এনডিটিভি