কিন্তু প্রিয় মানুষটিকে হঠাৎই প্যাঁচা বলে সম্বোধন করেছেন মিথিলা! থামেননি সেখানেই। সৃজিত প্যাঁচা হলে তিনি যে প্যাঁচার প্যাঁচানি সে কথাও লিখেছেন সৃজিত-ঘরণী।
মঙ্গলবার দু’জনের সেই ক্যানডিড মুহূর্তের ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে মিথিলা কোট করেছেন সুকুমার রায়ের অতি পরিচিত কবিতা ‘প্যাঁচা আর প্যাঁচানি’-র কিছু লাইন।
লিখেছেন, ‘প্যাঁচা কয় প্যাঁচানী, খাসা তোর চ্যাঁচানিশুনে শুনে আন্মন নাচে মোর প্রাণমন! মাজা–গলা চাঁচা–সুর আহলাদে ভরপুর! গলা–চেরা ধমকে গাছ পালা চমকে, সুরে সুরে কত প্যাঁচ গিট্কিরি ক্যাঁচ্ ক্যাঁচ্! যত ভয় যত দুখ দুরু দুরু ধুক্ ধুক্, তোর গানে পেঁচি রে সব ভুলে গেছি রে, চাঁদমুখে মিঠে গান শুনে ঝরে দু’নয়ান’। শুধু তাই নয়, হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন, #প্যাঁচা আর প্যাঁচানি।
প্রসঙ্গত, নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত ৬ ডিসেম্বর বিয়ের কাজটা সেরে ফেললেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মিথিলা ও কলকাতার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত। সূত্র: আনন্দবাজার পত্রিকা