মিথিলা
আসছে তাহসান-মিথিলার ওয়েব সিরিজ ‘বাজি’
স্বতঃস্ফূর্ত অভিনয়শৈলীর দৌলতে বর্তমান এপার ও ওপার বাংলার শোবিজ অঙ্গনে একটি সুপরিচিত মুখ রাফিয়াথ রশিদ মিথিলা। বিনোদন জগতের বিভিন্ন বিভাগে নিজের সমৃদ্ধ ছাপ রেখে বর্তমানে তিনি একজন সুপ্রতিষ্ঠিত অভিনেত্রী। অপরদিকে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে জনপ্রিয় একটি নাম তাহসান রহমান খান। স্বতন্ত্র অভিনয় ধারায় নিজের একটি স্বাধীন ক্ষেত্র তৈরি করেছেন রোমান্টিক ঘরানার নাট্যজগতে। নিজেদের এই প্রতিভাগুলোর দারুণ মেলবন্ধনে ছোট পর্দার ভেতরে ও বাইরে সমান জনপ্রিয় জুটিতে পরিণত হয়েছিলেন তাহসান-মিথিলা। তবে বিবাহ বিচ্ছেদের পর থেকে তাদেরকে আর একসঙ্গে দেখা যায়নি। অবশেষে ‘বাজি’ ওয়েব সিরিজের মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবার একত্রিত হয়েছেন এই প্রাক্তন তারকা দম্পতি। চলুন, সদ্য নির্মিত এই ওয়েব সিরিজটির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
‘বাজি’ নির্মাণের অভিনয়শিল্পী ও কলাকুশলী
তাহসান-মিথিলা জুটির ছাড়াও ধারাবাহিকটিতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, তাসনুভা তিশা, মিম মানতাশা, পার্থ শেখ, শাহাদাত হোসেন এবং আবরার আতহারসহ আরও অনেকে।
ওয়েব কন্টেন্টটি পরিচালনার মধ্য দিয়ে ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্ম চরকির সঙ্গে প্রথমবারের মতো কাজ করলেন নব নির্মাতা আরিফুর রহমান। এর আগে তিনি নির্দেশনা দিয়েছিলেন ‘স্কুটি’ নামের একটি ওয়েব সিরিজে। তাছাড়া তার হাতে চরকির আরও একটি কাজ রয়েছে ‘জুঁই’ নামে, যেটি মুলত ‘চরকি মিনিস্ট্রি অফ লাভ’ এর একটি ওয়েব ফিল্ম।
‘বাজি’র কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন ভারতের আদিত্য সেন গুপ্ত এবং বাংলাদেশের হাসানাত।
আরও পড়ুন: ঈদুল আজহা ২০২৪ এ মুক্তির অপেক্ষায় কিছু চমকপ্রদ বাংলা নাটক
‘বাজি’ ওয়েব সিরিজের গল্প
৭ পর্বের এই সিরিজের গল্পের পটভূমিতে রয়েছে ক্রিকেট ম্যাচের উপর বাজি ধরা। এই বাজি সংক্রান্ত নানা সমস্যা বিভিন্নভাবে প্রভাবিত করে খেলার সঙ্গে জড়িত থাকা মানুষগুলোর জীবনকে। এই আবহ নিয়ে সাসপেন্স ও থ্রিলারের সন্নিবেশে দারুণ এক নাটকীয় পরিবেশন হতে যাচ্ছে ‘বাজি’। এর মাধ্যমে দর্শকদের সামনে উঠে আসবে ক্রিকেটের নানা অজানা গল্প। সেই সঙ্গে এটিই হতে যাচ্ছে ক্রিকেট নিয়ে বাংলাদেশের প্রথম ওয়েব সিরিজ।
‘বাজি’তে মিথিলা ও তাহসানের ভূমিকা
ওটিটি মাধ্যমে মিথিলা ইতোমধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন। ‘একাত্তর’, ‘মন্টু পাইলট ২’, এমনকি চরকির ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এ বিচিত্র রূপে হাজির হয়েছেন এই মেধাবী অভিনেত্রী। এবার ‘বাজি’তে তিনি আবির্ভূত হবেন একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে।
অন্যদিকে টিভি নাটকে আনাগোনাটা বেশি থাকলেও প্রথমবারের মতো ওটিটিতে অভিষেক ঘটছে তাহসানের। এর মাধ্যমে আড়াই বছরের বিরতির পর তাহসান অভিনয়ে ফিরছেন। এখানে তাকে দেখা যাবে একজন ক্রিকেটারের ভূমিকায়।
আরও পড়ুন: ঈদুল আজহা ২০২৪ এ বাংলাদেশি যেসব সিনেমা মুক্তির অপেক্ষায়
চরিত্রটি ফুটিয়ে তুলতে বেশ পরিশ্রম করতে হয়েছে এই সঙ্গীতশিল্পীকে। ফ্লাড লাইটের আলোয় আলোকিত মাঠে কোন রূপ স্টান্ট ডাবল না নিয়ে নিজেই খেলেছেন ক্রিকেট। একটা ছক্কা হাকাতেই খেলেছেন ২০টা বল।
মিথিলা-তাহসানের জুটি নিয়ে বেশ হাইপ থাকলেও ৭ পর্বের এই সিরিজে শুধুমাত্র একটি দৃশ্যে তাদেরকে একসঙ্গে দেখা যাবে।
৬ মাস আগে
জীবনের কথায় শুভ ও মিথিলার ‘ভালোবাসো যদি’
দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে গান দিয়ে শ্রোতাদের মাতিয়ে রেখেছেন সঙ্গীতশিল্পী কাজী শুভ। নতুন গান তৈরি ও স্টেজ শো নিয়েই চলছে তার নিয়মিত ব্যস্ততা। সম্প্রতি মুক্তি পেল নতুন আরও একটি গান।
‘ভালোবাসো যদি’ শিরোনামে গানটিতে কাজী শুভর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী মিথিলা মিলন। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর করেছেন কাজী শুভ। সঙ্গীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ।
শনিবার (৫ নভেম্বর) ম্যাক্সব্যাগ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে। এর ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এতে অভিনয় করেছেন তন্ময় ও চিত্রালী।
আরও পড়ুন: জলবায়ু কেন্দ্রিক আন্তর্জাতিক সম্মেলনে প্রশংসিত ‘নদীরক্স’
গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী কাজী শুভ বলেন, ‘প্রতিটি গান আসলে ভালোলাগা থেকেই করা। জীবন ভাইয়ের কথা বরাবরই দারুণ লাগে। আমার সুর ও রাফি মোহাম্মদের সঙ্গীতায়োজনে চেষ্টা করেছি আলাদা কিছু একটা করতে। বাকিটা শ্রোতারা ভালো বলতে পারবেন। আর আমার সঙ্গে দ্বৈত কণ্ঠে মিথিলাও বেশ ভালো গেয়েছেন।’
কাজী শুভ তার অন্যান্য কাজের পাশাপাশি গান প্রকাশ করছেন নিজস্ব ইউটিউব চ্যানেলে। সম্প্রতি সেখানেও নতুন একটি গান প্রকাশ হয়েছে। ‘ভাইঙ্গা দিলা বিশ্বাসের ঘর’ শিরোনামে গানটি লিখেছেন আর এক আশরাফুল, সুর ও সঙ্গীতায়োজনে রয়েছেন আহমেদ সজীব।
আরও পড়ুন: প্রতিষ্ঠার ১০ বছর পর অ্যালবাম নিয়ে এলো ‘ব্যান্ড স্টোন’
কবীর সুমনের সঙ্গে দ্বৈতকণ্ঠে গাইবেন আসিফ
২ বছর আগে
৪১ প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেল ‘অমানুষ’
সারাদেশের ৪১ প্রেক্ষাগৃহে আজ শুক্রবার মুক্তি পেল নিরব ও মিথিলা জুটির ‘অমানুষ’। সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন।
নির্মাণের শুরু থেকে আলোচনার টেবিলে ‘অমানুষ’। একদিকে সিনেমার গল্প ও অভিনয়শিল্পীদের লুক। অন্যদিকে রাফিয়াত রশিদ মিথিলার প্রথম বড়পর্দায় কাজ। এছাড়াও মুক্তির আগে তাদের বিভিন্ন প্রচারণার ধরনও দর্শকের মাঝে আগ্রহ তৈরি করেছে সিনেমাটি দেখার।পরিচালক অনন্য মামুন বলেন, ‘সিনেমাটির সবকিছুর মধ্যে গণ্ডি থেকে বের হবার একটা চেষ্টা আমার ছিল। সেই চিন্তা থেকেই গল্পটা নির্বাচন করা। অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কাজ শুরু করি। যেহেতু পুরো শুটিং জঙ্গলের মধ্যে ছিল তাই এবারের অভিজ্ঞতাও অনেক আলাদা।’নির্মাতা আরও বলেন,‘পুরো বিশ্বে সিনেমার আবহাওয়া পরিবর্তন হয়েছে। দেশের সিনেমার প্রতিও দর্শকদের তেমন চাহিদা রয়েছে। চেষ্টা ছিল সেই প্রত্যাশা পুরণ করার। আর এতে কাজ করা সকল অভিনয়শিল্পী ও কলাকুশলিদের ধন্যবাদ। অনেক পরিশ্রম দিয়ে সবাই কাজটি শেষ করতে আমাকে সাহায্য করেছেন। এখন দর্শকের সাড়ার অপেক্ষা।’সিনেমাটি প্রসঙ্গে চিত্রনায়ক নিরব হোসেন বলেন, ‘একজন শিল্পীর সমবসময় ইচ্ছা থাকে চরিত্রের ব্যাপারে চ্যালেঞ্জ নেয়া। এই সিনেমাতেও আমাকে তেমনটা করতে হয়েছে। এবারই প্রথম ডাকাতের চরিত্রে অভিনয় করেছি। অনেকদিন ধরে এ নিয়ে প্রস্তুতিও নিতে হয়েছে। তবে এসব পরিশ্রম একটি ভালো কাজের জন্য। তাই প্রত্যাশা থাকবে দর্শকদের প্রতি। তাদের সিনেমা দেখা, এ নিয়ে সমালোচনা করা আমাদের আরও উৎসাহ জোগাবে।’
আরও পড়ুন: অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে আদর-বুবলীর ‘তালাশ’‘অমানুষ’-এর নায়িকা হয়েও সিনেমাটির কোনো প্রচারণা ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না মিথিলা। তবে একটি ভিডিও বার্তার মাধ্যমে সিনেমাটি নিয়ে জানিয়েছেন তার কথা। মিথিলা বলেন, ‘আমার প্রথম ছবি ‘অমানুষ’ মুক্তি পাচ্ছে। প্রিমিয়ারে থাকতে পারছি না এর জন্য আমার মনটা খুব খারাপ। কারণ, এই মুহুর্তে দেশ থেকে অনেক দূরে আছি। কিন্তু আমি আপনাদের সকলকে অনুরোধ করব ১৭ জুন সবাই হলে আসুন, সিনেমাটি দেখুন এবং আমাদেরকে জানান সিনেমাটি কেমন লাগলো।’মিথিলা আরও বলেন, ‘গতানুগতিক ধারার সিনেমার যে গল্প তার থেকে এই সিনেমার গল্পটি আলাদা। জঙ্গলের ভেতরে একটি ডাকাত দলের গল্প। খুবই এডভেঞ্চারাস।’‘অমানুষ’ সিনেমা নিয়ে কাজী নওশাবা বলেন, ‘আমার নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে অনেকদিন পর। একটু ভয়ে আছি। আমি আসলে ভাগ্যবান যে এই সিনেমায় ডাকাত চরিত্রটি করতে পেরেছি। যদিও এমন চরিত্র ফুটিয়ে তোলা খুবই কষ্টকর ছিল। টিমের সবাই আমাকে ভীষণ উৎসাহ দিয়েছে। সিনেমাটি নিয়ে দর্শকদের বেশ আগ্রহ দেখেছি। সবাইকে হলে আসার আহ্বান জানাচ্ছি।’‘অমানুষ’ এর শুটিং শুরু হয় ২০২১ সালে। বান্দরবানে প্রথম দিকে কাজ শেষ করে কয়েক দফায় রাঙ্গামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থানে শুটিং শেষে আগস্টের মাঝামাঝিতে ঢাকায় শুটিং শেষ হয়। সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডনসহ অনেকেই।
আরও পড়ুন: ব্রিটনির থেকে ১০০ গজ দূরে থাকতে হবে আলেকজান্ডারকে
বিচারকদের প্রতি কোনো অভিযোগ নেই: অ্যাম্বার হার্ড
জায়েদ খান সত্যিই আম্মুকে ডিস্টার্ব করেন: মৌসুমীর ছেলে ফারদিন
২ বছর আগে
ডাকাত রূপে দেখা দিলেন নওশাবা
চলতি মাসে মুক্তির তালিকায় রয়েছে অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘অমানুষ’। গতকাল (মঙ্গলবার) প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। যা বেশ প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটিতে ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ। যা তার ক্যারিয়ারের জন্য নতুন অভিজ্ঞতা।
এই প্রসঙ্গে নওশাবা ইউএনবিকে বলেন, ‘ভিন্ন ভিন্ন চরিত্র কাজের ক্ষেত্রে সবসময় অনুপ্রেরণা যোগায়। এই সিনেমায় ডাকাতের চরিত্রে অভিনয় আমার প্রথম। শুধু তাই নয় কাজটির অভিজ্ঞতা অনেক ভিন্ন। জঙ্গলের মধ্যে এভাবে শুটিং করা হয়নি। বেশ আগ্রহ নিয়েই কাজটি করছি।’
নওশাবা আরও বলেন, ‘আমাদের সিনেমায় অনেক সংকটের মধ্যেও সুন্দর একটা সময় পার করছে। এখন গল্পের ভিন্নতা আনার চেষ্টা করছেন সবাই। আমাদের সিনেমাটিও তেমনই একটি কাজ। এভাবেই আমাদের ইন্ডাস্ট্রি আরও সমৃদ্ধির দিকে এগোবে।’
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে তৃতীয় সপ্তাহের মতো ‘রিকশা গার্ল’
আগামী ১৭ জুন মুক্তি পাবে ‘অমানুষ’। এর আগে ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে আরও চমক তৈরি করেছে সিনেমাটি। ২ মিনিট চার সেকেন্ডের এই ট্রেলারে এক জঙ্গলকে ঘিরে নানা ঘটনা দেখা যায়। ডাকেতের এক দল অশান্ত করে তুলেছে জঙ্গলটিকে। এই ডাকাত দলের একজন নওশাবা।
ট্রেলারের মধ্য দিয়ে উঠে এসেছে গল্পের কিছু অংশ। দেখা যায় কিডন্যাপের শিকার হন মিথিলা। যার আশ্রয় হয় এই জঙ্গলে। একটি দৃশ্যে তাকে পালানোর চেষ্টাও করতে দেখা যায়। বোঝা যায়, ডাকাতদের খপ্পড়ে পড়েছেন তিনি। এছাড়া চোখে পড়ে নিরবের সঙ্গে তার বিভিন্ন রোমান্টিক দৃশ্য।
‘অমানুষ’ ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেন মিশা সওদাগর,রাশেদ অপু, শহিদুজ্জামান সেলিম প্রমুখ।
আরও পড়ুন: ঢাকাই সিনেমায় সুবাতাস বইছে
২ বছর আগে
‘অমানুষ’ মুক্তি পাবে ১৭ জুন
অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমাটি ঘোষণার পর থেকেই বেশ আলোচনায় ছিল। এতে রয়েছে একঝাঁক তারকা। আর জুটি হিসেবে রয়েছেন নিরব হোসেন ও রাফিয়াত রশিদ মিথিলা।
এ বছরের শুরুতে ‘অমানুষ’ মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায়। অবশেষে নির্ধারিত হলো চূড়ান্ত তারিখ। আগামী ১৭ জুন মুক্তি পাবে সিনেমাটি।
এ প্রসঙ্গে নিরব হোসেন বলেন, ‘আমার ক্যারিয়ারে এক্সপেরিমেন্টাল কাজগুলোর একটি এই সিনেমা। জঙ্গলে শুটিংয়ের অভিজ্ঞতাটাও ভিন্ন ছিল। লুকের বেশ পরিবর্তন আনতে হয়েছিল। শুটিংয়ের বিভ্ন্নি ছবি প্রকাশের পর দর্শকরা সিনেমাটি নিয়ে বেশ আগ্রহী। ঈদের সময় থেকে দর্শক আবারও হলমুখি হয়েছে। এই সময় ‘অমানুষ’ ভালো সাড়া পাবে বিশ্বাস করি।’
আরও পড়ুন: তাহসান-তিশা জুটির ওয়েবফিল্ম ‘মানি মেশিন’
‘অমানুষ’ এর মধ্য দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু করেন অভিনেত্রী মিথিলা। এছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদসহ অনেকেই।
সিনেমাটি প্রসঙ্গে পরিচালিক অনন্য মামুন বলেন, ‘সিনেমাটির গল্পটি সবচেয়ে বড় শক্তি। এতে দর্শক অনেক নতুন কিছু দেখতে পারবেন। সবাইকে বলব, সিনেমাটি হলে এসে দেখুন। এরসঙ্গে ভালো-খারাপ নিয়ে আলোচনা করুন।’
‘অমানুষ’ সিনেমার শুটিং শুরু হয় গত বছর এপ্রিলে। রাঙামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকা, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সিনেমার শুটিং সম্পন্ন করা হয়।
আরও পড়ুন: সিয়াম আহমেদ এবার বলিউডে
২ বছর আগে
ইভ্যালির প্রতারণা: মিথিলা ও শবনম ফারিয়াকে ৮ সপ্তাহের আগাম জামিন
প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও শবনম ফারিয়াকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আট সপ্তাহ পর তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাদের জামিন বিবেচনা করতে বলা হয়েছে।
সোমবার সশরীরে হাজির হয়ে তারা আগাম জামিনের আবেদন জানালে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট এই আদেশ দেন।
আদালতে মিথিলার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক। এবং শবনম ফারিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন, অ্যাডভোকেট জেড আই খান পান্না ও অ্যাডভোকেট জেসমিন সুলতানা। জামিন শুনানি শুরুর আগে বিকেল ৩টার দিকে তারা আদালতে হাজির হন।
আরও পড়ুন: ইভ্যালির প্রতারণা: আগাম জামিন চেয়ে আবেদন মিথিলা ও শবনম ফারিয়ার
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক ধানমণ্ডি থানায় মামলাটি করেন। মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনকে আসামি করা হয়েছে। এ মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার অভিযোগের ব্যাপারে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জানান, মামলায় বাদী অভিযোগ করেন, আসামিরা তার তিন লাখ ১৮ হাজার টাকা আত্মসাতে সাহায্য করেছে। তার টাকা তিনি এখনো উদ্ধার করতে পারেননি। তাই তিনি বাধ্য হয়ে মামলা করেছেন। এ মামলায় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও শবনম ফারিয়া আগাম জামিন চেয়ে রবিবার হাইকোর্টে আবেদন করেন।
আরও পড়ুন: গ্রেপ্তার হতে পারেন তাহসান, মিথিলা ও ফারিয়া
অনন্য মামুনের পরিচালনায় নিরব-মিথিলার চলচ্চিত্র ‘অমানুষ’-এর শুভমুক্তি ডিসেম্বরে
৩ বছর আগে
ইভ্যালির প্রতারণা: আগাম জামিন চেয়ে আবেদন মিথিলা ও শবনম ফারিয়ার
দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া।
মিথিলার পক্ষে আইনজীবী নিয়াজ মোর্শেদ এবং ফারিয়ার পক্ষে করেন আইনজীবী জেসমিন সুলতানা পৃথক আবেদন দুটি দাখিল করেন।
আগামীকাল সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের শুনানি হতে পারে।
আরও পড়ুন: ইভ্যালির সিইও রাসেলের বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে মামলা
এর আগে গত ৪ ডিসেম্বর সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক ধানমণ্ডি থানায় মামলাটি করেন। মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনকে আসামি করা হয়েছে।
এ মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার অভিযোগের ব্যাপারে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জানান, মামলায় বাদী অভিযোগ করেন, আসামিরা তার তিন লাখ ১৮ হাজার টাকা আত্মসাতে সাহায্য করেছে। তার টাকা তিনি এখনো উদ্ধার করতে পারেননি। তাই তিনি বাধ্য হয়ে মামলা করেছেন।
আরও পড়ুন: ইভ্যালির গ্রাহকরা ৬ মাস পাওনার জন্য বোর্ডকে চাপ দিতে পারবেন না: হাইকোর্ট
ইভ্যালি পরিচালনায় বিচারপতি মানিককে প্রধান করে ৫ সদস্যের বোর্ড
৩ বছর আগে
গ্রেপ্তার হতে পারেন তাহসান, মিথিলা ও ফারিয়া
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় যে কোনো সময় তারা গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছে পুলিশ।
মামলাটি ধানমন্ডি থানায় ৪ তারিখে হলেও বৃহস্পতিবার রাতে জানাজানি হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে শুক্রবার (১০ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া ইউএনবিকে জানান,গত ৪ ডিসেম্বর আদালতে একটি পিটিশন করেন সাদ স্যাম নামের ইভ্যালির একজন গ্রাহক। শুনানির পর আদালত ধানমণ্ডি থানাকে ওই গ্রাহকের পিটিশনটিকে এফআইআর (এজাহার) হিসেবে নিয়ে মামলা রুজু করে এ বিষয়ে তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
ওসি আরও জানান,তারা মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন। তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: ইভ্যালি’র এমডি’র বিরুদ্ধে বরিশালে চেক প্রতারণার ৩ মামলা
এক প্রশ্নের উত্তরে ওসি আর জানান, তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে প্রয়োজনে তাদের গ্রেপ্তার করা হতে পারে।মামলার অন্য আসামিরা হলেন- গ্রেপ্তার হওয়া ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল, তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন, আকাশ, আরিফ, তাহের ও মো. আবু তাইশ কায়েস।মামলার এজাহার সূত্রে জানা গেছে, তারকা তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাদের উপস্থিতি ও তাদের বিভিন্ন প্রমোশনাল কথাবার্তার কারণে আস্থা রেখে সাদ স্যাম তিন লাখ ১৮ হাজার টাকা ইভ্যালিতে বিনিয়োগ করেন। এসব তারকার কারণে মামলার বাদী প্রতারিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।
জানা যায়, গায়ক-অভিনেতা তাহসান খান ইভ্যালির শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত ছিলেন। আর রাফিয়াত রশিদ মিথিলা ইভ্যালির ফেস অব ইভ্যালি লাইফস্টাইল শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত ছিলেন। এ ছাড়াও প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন শবনম ফারিয়া।
আরও পড়ুন: ইভ্যালি পরিচালনায় বিচারপতি মানিককে প্রধান করে ৫ সদস্যের বোর্ড
ইভ্যালির সম্পত্তি বিক্রি ও হস্তান্তরে হাইকোর্টের নিষেধাজ্ঞা
৩ বছর আগে
জিৎ-এর প্রযোজনায় প্রসেনজিৎ-মিথিলা জুটির প্রথম ছবি 'আয় খুকু আয়'
টলিউড ইন্ডাস্ট্রির দিকপাল প্রসেনজিৎ চট্টপাধ্যায়ের নামটি শুনলেই দৃষ্টিপটে ভেসে উঠে হাজারো চরিত্রকথা। নিজের নামটির সুবিচার করে ৩৮ বছর ধরে বাংলা চলচ্চিত্রের নায়ক হিসেবে অভিনয় করে আসছেন এই প্রথিতযশা অভিনেতা। এবার তাঁরই সাথে কলকাতার বড় পর্দায় দেখা যাবে বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মিথিলাকে। চলচ্চিত্রের নামটিও স্বয়ং প্রসেনজিৎ-এরই দেয়া- ‘আয় খুকু আয়’। গত সেপ্টেম্বরে নাম ঘোষণার পর বেশ ঘটা করে ১৫ নভেম্বর শুরু হলো ছবির শ্যূটিং। প্রযোজনায় থাকছেন টলিউড হিরো জিৎ। চলুন, নতুন এই চলচ্চিত্রটির ব্যাপারে কিছু জেনে নেয়া যাক।
‘আয় খুকু আয়’ সিনেমার গল্প
হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবণী মজুমদারের কণ্ঠে গাওয়া ‘আয় খুকু আয়’ গানটি বাংলা ভাষাভাষি মানুষের আবেগের এক বিরাট জায়গা দখল করে আছে। গানটির ভেতর সরবে বিরাজ করা বাবা-মেয়ের চিরন্তন মধুর সম্পর্কটি নতুন করে ফুটিয়ে তোলা হবে ‘আয় খুকু আয়’ সিনেমায়।
এখানে বলা হবে গ্রাম্য বাবা-মেয়ের গল্প। শত বিপদ-আপদ মাথায় নিয়ে তিলে তিলে ছোট্ট মেয়েকে বড় করে অবশেষে বিয়ের সময় কান্না চেপে বিদায় দেয়ার বেদনাবিধুর মুহুর্তগুলোর দৃশ্যায়ন ঘটবে ছবিটিতে। পুরো চিত্রনাট্য অকুণ্ঠচিত্তে হৃদয়ঙ্গমের জন্য নতুন আঙ্গিকে সংযোজন করা হবে ‘আয় খুকু আয়’ গানটি।
তাছাড়া বাবা-মেয়ের মিষ্টি সম্পর্ক কেন্দ্রিক কাহিনীকে জুড়ে দেয়া হবে চরিত্র বহুল নাটকীয়তা দিয়ে।
আরও পড়ুন: সরকারি অনুদানের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমায় নায়িকা দীঘি
‘আয় খুকু আয়’ চলচ্চিত্রের কারিগরেরা
ছবিটির নির্দেশনা দিচ্ছেন টলিউডের নতুন পরিচালক শৌভিক কুন্ডু। এর আগে তিনি তার ‘সুইজারল্যান্ড’ মুভির মাধ্যমে দর্শকদের ভালোবাসা পেয়েছেন। পূর্বে তিনি শঙ্কর দেবনাথের ‘পাকারাম’(২০১৫) ও ‘কাট-ইট’ (২০১৪), এবং শুভ্র রয়ের ‘ঘূণ’(২০১৯) মুভিতে সম্পাদনার কাজ করেছিলেন।
প্রসেনজিৎকে ভেবেই ‘আয় খুকু আয়’ মুল চরিত্র পরিকল্পনা করেছিলেন শৌভিক। আর সে অনুসারেই ছবির চিত্রনাট্য সাজিয়েছেন সুগত সিংহ। কাহিনীর প্রয়োজনেই ছবিতে বিভিন্ন ভাবে আবির্ভাব ঘটবে প্রসেনজিৎ-এর। সেজন্যে মেক-আপ আর্টিস্ট হিসেবে আছেন সোমনাথ কুন্ডু। কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রসেনজিৎ-এর অদ্ভূত লুক ভক্তদেরকে চমকে দিচ্ছে। শ্যূটিং-এর আগেই একদম দারুণ ভাবে চরিত্রের সাথে মানিয়ে গেছেন বুম্বা দা। প্রযোজক জিৎ-ও দ্বিধাহীন চিত্ত্বেই নিশ্চয়তা দিয়েছেন যে, এই মুভিতে বাবা চরিত্রের জন্য প্রসেনজিৎ-এর কোন বিকল্প নেই।
আরও পড়ুন: মাধবন ও সুর্ভিন চাওলা অভিনীত নেটফ্লিক্স ওয়েব সিরিজ ‘ডিকাপল্ড’
কলকাতা ও বোলপুরকে কেন্দ্র করেই চলতে থাকবে পুরো মুভির শ্যূটিং।‘আয় খুকু আয়’ গানটির নতুন ভাবে চিত্রায়নের দায়িত্বে থাকছেন রণজয় ভট্টাচার্য। চলচ্চিত্রে গানটিতে কন্ঠ দিবেন বর্ষিয়ান কন্ঠশিল্পী শ্রীকান্ত আচার্য।
আর দুই মাসের মধ্যেই আসতে যাচ্ছে সিনেমাটির টিজার ও ট্রেলার। সেখানেই ছবিটির চূড়ান্ত আয়োজনের আঁচ পাবেন দর্শকরা।
৩ বছর আগে
সৃজিতকে ‘প্যাঁচা’ বলে ডাকলেন মিথিলা!
লাল রঙের পাঞ্জাবি পরেছেন সৃজিত মুখার্জী। সদ্য বিবাহিত স্ত্রী মিথিলা সেজেছেন সবুজ রঙা সালোয়ার কামিজে। কখনো বরের কাঁধে মাথা রেখে আবার কখনো পরস্পরের দিকে তাকিয়ে থাকা সৃজিত-মিথিলার ‘ক্যানডিড মোমেন্ট’ আপনার মন ছুঁয়ে যাবে অনায়াসেই।
৪ বছর আগে