এর আগে নভেম্বরে এ অভিনেতা কাশ্মীর এলাকার কার্গিলে সিনেমার শ্যুটিং করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপরই দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
একজন চিকিৎসক জানান, ৫২ বছর বয়সী এ অভিনেতাকে বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ের ওকহার্ট হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
আরও পড়ুন: হাসপাতাল ছাড়লেন সৌরভ গাঙ্গুলি
মুম্বাইয়ের স্থানীয় গণমাধ্যমকে তার শ্যালক রোমের সেন বলেন, ‘তিনি বাসায় ফিরতে পেরে আনন্দিত। তার ফিজিও এবং স্পিচ থেরাপি চলবে। কিছু দিন সময় নিলেও ৬-৭ মাসের মধ্যে তিনি সুস্থ হবেন বলে আশা করছি।’
কাশ্মীর ভারত ও পাকিস্তানের মধ্যে ছয় দশকেরও বেশি সময় ধরে একটি বিতর্কিত এলাকা। ১৯৯৯ সালে কাশ্মীরের কার্গিল জেলায় ভারত ও পাকিস্তানের মধ্যে সশস্ত্র যুদ্ধ হয়।
তবে রাহুল ‘এলএসি-লিভ দ্য ব্যাটল’ নামে একটি ছবির শ্যুটিং করছিলেন। ডিজিটাল এ চলচ্চিত্র গালওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘাতের ওপর ভিত্তি করে নির্মিত।
আরও পড়ুন: বলিউডে মাদক কেলেঙ্কারি: মিডিয়া ট্রায়ালের অভিযোগে কাঠগড়ায় ২ চ্যানেল
ইনস্টাগ্রাম ও টুইটার থেকে সব পোস্ট ডিলিট করলেন দীপিকা! তারপর?
এলএসি বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা একটি সীমানা রেখা যা চীনা নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ভারতীয় নিয়ন্ত্রিত অঞ্চলকে পৃথক করেছে।
চলচ্চিত্রটির নির্মাতা নিবেদিতা বসু গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘কার্গিলে আবহাওয়া খুব খারাপ ছিল যা -১২ ডিগ্রি এবং -১৩ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছেছিল। এটা ছিল খুবই ঠাণ্ডা এবং আমি মনে করি অসম্ভব ঠাণ্ডার জন্যই সম্ভবত রাহুল অসুস্থ হয়ে যায়।’
আরও পড়ুন: ফোর্বসের ধনী তারকার তালিকায় দীপিকা-আলিয়া
১৯৯০ সালে মহেশ ভাট পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘আশিকি’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে রাহুলের। এতে ব্যাপক প্রশংসা পান তিনি। এছাড়া এ তারকা ‘পেয়ার কা সাইয়া’, ‘জানাম’, ‘স্বপ্নে সাজান কে’ ও ‘জুনুন’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। রাহুল জনপ্রিয় টেলিভিশন শো ‘বিগ বস’র প্রথম সিজনের বিজয়ী।