হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার প্রায় দুই সপ্তাহ পরে শনিবার রাতে আবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছে। খবর এনডিটিভির।
৫৫ বছর বয়সী এই বিজেপি নেতা গত মাসের শুরুর দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। দেশটিতে রবিবার সকাল পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ৪৬ লাখ ৫৯ হাজার ৯৮৪ জন এবং মৃত্যু ৭৭ হাজার ৪৭২ জনে পৌঁছেছে।
এর আগে ১৪ আগস্ট অমিত শাহ টুইটে বলেন, চিকিৎসকদের পরামর্শে তিনি আরও কিছুদিন হোম আইসোলেশনে থাকবেন।
‘ক্লান্তি এবং শরীরের ব্যথা’ থাকায় ১৮ আগস্ট তাকে এইমসে ভর্তি করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ‘সুস্থ হয়ে উঠেছেন’ চিকিৎসকদের এমন বলার পর ভর্তি হওয়ার ১৩ দিন পর ৩১ আগস্ট তিনি হাসপাতাল ছাড়েন।