আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শুক্রবার রাত থেকে ইসরায়েলি পুলিশের সাথে সংঘর্ষে অন্তত ২০০ ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা।
ফিলিস্তিনিদের জমি দখল সহ বিভিন্ন বিষয়ে গত কয়েক সপ্তাহ ধরে চলমান অস্থিরতার মধ্যেই এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পূর্ব-জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের বের করে দেয়ার হুমকির পরিপ্রেক্ষিতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দু’টি দেশই বেশ কয়েক দশক ধরেই এই জায়গার দাবি করে আসছে।
রেড ক্রিসেন্টের তথ্য মতে, সংঘর্ষের ফলে আহত অন্তত ৮৮ জন ফিলিস্তিনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধিকাংশই চোখে-মুখে রাবার বুলেটের ক্ষত নিয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে।
এদিকে ইসরায়েল বলছে, সংঘর্ষে তাদের ৪ জন পুলিশ আহত হয়েছে।
পবিত্র রমজান মাসে ফিলিস্তিনিদের জমায়েতে বাঁধা দেয়া, জোরপূর্বক ইসরায়েলি বসতি স্থাপনসহ নানা কারণে ভবিষ্যতে আবারও সংঘর্ষের আশঙ্কা রয়েছে।