আসিয়ান (দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা) সদস্য দেশগুলোর নাগরিকদের জন্য ভিসা-মুক্ত সফর নীতি পুনরায় চালু করেছে ইন্দোনেশিয়ার সরকার।
মঙ্গলবার দেশটির আইন ও মানবাধিকার মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
দেশটির ইমিগ্রেশন ট্রাফিকের পরিচালক আমরান আরিস বলেন,‘এই নতুন নীতির মাধ্যমে আসিয়ানের অন্য নয়টি দেশের বিদেশিরা ভিসা-মুক্ত ভিজিট নিয়ে প্রবেশ করতে পারবে।’
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর লোকেদের শুধুমাত্র করোনা টিকা দেয়ার প্রমাণ দেখাতে হবে এবং ৪৮ ঘণ্টা আগে পিসিআর টেস্ট করাতে হবে। এবং তাদের মোবাইল ফোনে পেডুলিলিংডুঙ্গি পরীক্ষা এবং ট্র্যাক অ্যাপ ব্যবহার করতে হবে।
দেশটির জাকার্তা, মাকাসার, মেদান ও পেকানবারুর আন্তর্জাতিক বিমানবন্দরগুলো আবার চালু হয়েছে।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় অন্তর্বর্তী সরকার নিয়োগের আহ্বান আইনপ্রণেতাদের