ঢাকা, ১৮ মে (ইউএনবি)- ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে দেশটিতে তিন হাজার ৭৫২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)। বুধবার বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।
সংস্থাটি জানায়, আরও চার হাজার ৬২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: খারকিভের চারপাশ থেকে রুশ সেনা প্রত্যাহার: ইউক্রেন
অধিকাংশ নথিভুক্ত বেসামরিক মানুষের প্রাণহানি গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার কারণে হয়েছে।
এই সংঘর্ষে বেসামরিক নাগরিকের মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও যথেষ্ট বেশি বলে ধারণা করছে ওএইচসিএইচআর।