গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে সংঘর্ষের কারণে মিশরের জাতীয় বিমান সংস্থা সোমবার (৯ অক্টোবর) ইসরায়েলে তাদের ফ্লাইট স্থগিত করেছে বলে কায়রো বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কায়রো ও তেল আবিবের মধ্যে ফ্লাইট স্থগিত করা হয়েছে। ইজিপ্টএয়ার সাধারণত তেল আবিবের ঠিক বাইরে কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর এবং বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে প্রতিদিন একটি ফ্লাইট পরিচালনা করে।
প্রসঙ্গত, ইসরায়েলি এক গণমাধ্যমের খবরে বলা হয়, গাজায় ক্ষমতাসীন হামাস জঙ্গি গোষ্ঠীর নজিরবিহীন হামলার পর অনেক বিমান সংস্থা ইসরায়েল থেকে ফ্লাইট স্থগিত করেছে।
আরও পড়ুন: ইসরায়েলের সমর্থনে পূর্ব ভূমধ্যসাগরে রণতরী পাঠাবে যুক্তরাষ্ট্র
কেবল সংলাপ ও কূটনীতিই ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের স্থায়ী সমাধান দিতে পারে: বাংলাদেশ