জাতিসংঘের লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নবিষয়ক সংস্থা ইউএন ওমেন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর (ইউএনডিপি) নতুন তথ্য অনুসারে, করোনা মহামারি আরও ৪ কোটি ৭০ লাখ নারী ও কিশোরীকে দরিদ্র সীমার নিচের জীবনযাপনের দিকে ঠেলে দেবে।
ইউএন উইমেন এবং ইউএনডিপি পরিচালিত এক জরিপের বুধবার প্রকাশিত তথ্যে দেখা যায়, নারীদের দারিদ্র্যের হার ৯ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কোভিড-১৯ এর আগে, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে এ হারটি ২ দশমিক ৭ শতাংশ হ্রাস পাবে বলে অনুমান করা হয়েছিল।
জরিপ অনুযায়ী, মহামারির কারণে সাধারণত বিশ্বব্যাপী দারিদ্র্যের ওপর প্রভাব পড়বে, নারীরা ক্ষতিগ্রস্ত হবেন, বিশেষ করে প্রজনন বয়সের নারীরা।
ইউএন উইমেনের প্রধান ফুমজিল এমলাম্বো-এনজিচুকা বলেন, ‘আমরা জানি নারীরা পরিবারের যত্নের জন্য অধিকাংশ দায়-দায়িত্ব গ্রহণ করেন, তাদের আয় কম, সঞ্চয় কম এবং চাকরির নিরাপত্তা অনেক কম, বাস্তবে নারীদের কর্মসংস্থান পুরুষদের তুলনায় ১৯ শতাংশ বেশি ঝুঁকিতে থাকে।’