দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী- ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৪ লাখ ৬১৯ জনে দাঁড়িয়েছে। খবর সিনহুয়ার।
এছাড়া আরও ১১৩৩ জনের মৃত্যুর মধ্যদিয়ে দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৮৬ হাজার ৭৫২ জনের মৃত্যু হলো।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেয়া তথ্যমতে, করোনা থেকে সুস্থ হয়ে ৪৩ লাখ ৩ হাজার ৪৩ জন বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ১০ লাখ ১০ হাজার ৮২৪ জন সক্রিয় করোনা রোগী রয়েছে।
দেশব্যাপী ৬ কোটি ৩৬ লাখ ৬১ হাজার ৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনিবার একদিনে ১২ লাখ ৬ হাজার ৮০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ জানিয়েছে।
ভর্তমানে ভারতে করোনা ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই সেখানে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) দেয়া তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩ কোটি ৬ লাখ ৭৩ হাজার ৬৩৩ জনে।
জেএইচইউর তথ্য অনুসারে, করোনায় বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৯ লাখ ৫৫ হাজার ৪০৪ জনের।