ভারত মঙ্গলবার নিশ্চিত করেছে যে গত ২৪ ঘণ্টায় এক হাজারেরও বেশি মানুষ করোনায় মারা গেছেন এবং নতুন করে ৭৫ হাজারেরও বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
ভারতে মৃতের সংখ্যা ৮৯ হাজারের কাছাকাছি পৌঁছেছে।
এপির খবরে বলা হয়েছে, ৫৫ লাখেরও বেশি আক্রান্ত নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পরে রয়েছে ভারতের অবস্থান।
গত কয়েকদিন ধরে ভারতে করোনায় নতুন শনাক্তের সংখ্যা দৈনিক প্রায় ৯০ হাজারেরও বেশি। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন রাজ্যে পরীক্ষার হার এখনও ভিন্ন।
ছত্রিশগড়ে নতুন শনাক্তের সংখ্যা দ্রুত বাড়ছে। সেখানে অধিকাংশ মানুষই গরীব এবং স্বাস্থ্য ব্যবস্থা খুবই ভঙ্গুর। মাসের শুরুর দিকে সেখানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ৩৩ হাজার। বর্তমানে তা ৮৬ হাজারে গিয়ে ঠেকেছে।
সোমবার রাজ্য সরকার সেখানকার ১০টি জেলায় লকডাউন ঘোষণা করেছে।