করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে টানা ১০ দিনের মধ্যে নতুন করে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি।
দেশটির ন্যাশনাল হেলথ কমিশন (এনএইচসি) জানায়, শনিবার নতুন করে ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন যার মধ্যে ১১ জন বিদেশফেরত। এছাড়া রাশিয়ার সীমান্তবর্তী হেইলংজিয়াং প্রদেশে একজন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন।
কমিশনের সূত্র অনুযায়ী, বর্তমানে মাত্র ৮৩৮ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন এবং করোনা আক্রান্ত সন্দেহে আরও এক হাজার মানুষকে আইসোলেশনে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।
চীন, যেখান থেকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়, সেখানে মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮১৬ জন। যার মধ্যে মারা গেছেন ৪ হাজার ৬৩২ জন।