মহামারি করোনাভাইরাসের কারণে টানা ৪২ দিন পর সর্বনিম্ন মৃত্যু দেখল মার্কিন যুক্তরাষ্ট্র।
রবিবার দেশটিতে একদিনে প্রাণঘাতী এই ভাইরাসে ৭৫০ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৯ মার্চ একদিনে সর্বনিম্ন ৪৯৭ জন মৃত্যুবরণ করে। এরপরেই বাড়তে থাকে মৃত্যুর হার। দুদিন পরেই প্রতিদিন মৃত্যুর সংখ্যা চার অংকে পৌঁছে।
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, করোনায় যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৮০ হাজার ৭৮৭ জনের প্রাণ গেছে। মোট আক্রান্ত ১৩ লাখ ৬৭ হাজার ৬৩৮ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৩৩৬ জন।
এদিকে আমেরিকায় করোনায় আক্রান্তের সংখ্যাও দিন দিন কমছে। রবিবার একদিনের আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩২৯ জন। যা গত ৪১ দিনের মধ্যে একদিনে আক্রান্তের দিক দিয়ে সর্বনিম্ন।