সোমবার স্থানীয় সময় রাতে তিনি সামরিক হাসপাতাল ত্যাগ করেন। খবর এপির।
এরই মধ্যে নতুন এক বিতর্কিত ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বলেছেন, তার অসুস্থতা সত্ত্বেও জাতির এই ভাইরাসকে ভয় পাওয়া উচিত নয়।
করোনায় ইতিমধ্যেই আমেরিকায় ২ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
এছাড়া করোনায় আক্রান্ত ট্রাম্প যখন হোয়াইট হাইসে প্রবেশ করেন তখন তার মুখে কোনো মাস্ক ছিল না।
এর আগে রবিবার ডোনাল্ড ট্রাম্প সামরিক হাসপাতাল থেকে বেরিয়ে এক মোটরশোভাযাত্রার মাধ্যমে জনসম্মুখে এসে তার সমর্থকদের অভিবাদন জানান।
তবে কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের এই শোভাযাত্রার সমালোচনা করেছেন অনেকে।
এক টুইটে মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটস চেয়ারম্যান হাকিম জেফরিস বলেন, ‘করোনাভাইরাসে ২ লাখ ৫ হাজারের বেশি মর্কিন নাগরিক মারা গেছেন। আমাদের এখন নেতৃত্ব দরকার। ফটোসেশন নয়।’
এর আগে টুইট বার্তায়, ওয়াল্টার রিড হাসপাতাল ছেড়ে বাইরে অপেক্ষা করা ‘দেশপ্রেমিকদের’ সাথে ‘আকস্মিক দেখা’ দেয়ার কথা জনান ট্রাম্প।
পরে এক মোটরশোভাযাত্রার মাধ্যমে একটি সিল করা বিশেষ গাড়ির ভেতর থেকে হাত নেড়ে শুভাকাঙ্ক্ষীদের অভিবাদন জানান মার্কিন প্রেসিডেন্ট।
এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্পের মেডিকেল দল জানায়, সাম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের রক্তে অক্সিজেনের মাত্রা হঠাৎ করে দু'বার হ্রাস পেয়েছিল এবং তখন তাকে একটি স্টেরয়েড দেয়া হয়।
তবে চিকিৎসকরা বলেছেন, ট্রাম্পের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে এবং স্থানীয় সময় সোমবার সকালেই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হতে পারে।