মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃত্যু অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনায় মারা গেছেন ৩৮ লাখ ৭২ হাজার ৮৮ জন।
এছাড়া একই সময়ে আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ৫৫১ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৫ লাখ ৫৪ হাজার ২৭৫ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ২ হাজার ৮৯ জন।
আরও পড়ুন: কোভ্যাক্সের ওপর নির্ভর রোহিঙ্গাদের টিকাদান
এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২ হাজার ৮১৭ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ৮০৬ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার তাণ্ডবে মঙ্গলবার সকাল পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ৮৬১ জন এবং মারা গেছে ৩ লাখ ৮৯ হাজার ৩০২ জন।
বাংলাদেশ পরিস্থিতি
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৭৮ জন মারা গেছেন। এনিয়ে দেশে মোট মৃত্যু ১৩ হাজার ৬২৬ জনে দাঁড়াল।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৩৬ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৮ লাখ ৫৬ হাজার ৩০৪ জনে পৌঁছেছে।
আরও পড়ুন: করোনা: দেশে একদিনে আরও ৪৬৩৬ শনাক্ত, মৃত্যু ৭৮
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৫৭টি। শনাক্তের হার ১৯.২৭ শতাংশ।
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৮২৭ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ৪৮২ জন। সুস্থতার হার ৯১.৭৩ শতাংশ। মৃত্যুর হার ১.৫৯ শতাংশ।
করোনাভাইরাসের বিস্তার রোধে মঙ্গলবার সকাল ৬টা থেকে দেশের সাত জেলায় লকডাউন চলছে। আগামী ৩০ জুন (বুধবার) রাত ১২ পর্যন্ত এই লকডাউন চলবে।
আরও পড়ুন: করোনা: দেশে সিনোফার্মের টিকা দেয়া শুরু
সোমবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি সংবাদ সম্মেলনে খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
জেলাগুলো হলো-নারায়াণগঞ্জ,গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ।