করোনাভাইরাসে বৃহস্পতিবার সকাল পর্যন্ত (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রে ৫ হাজার ১০২ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে প্রায় অর্ধেকেরই প্রাণহানি হয়েছে নিউইয়র্কে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটার বলছে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২ লাখ ১৫ হাজার ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। যাদের মধ্যে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪৭৩ জন। আর এ সময়ে নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪৯ জন।
বর্তমানে যুক্তরাষ্ট্রে ২ লাখ ৬ হাজার ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে ৫ হাজার ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: নিউইয়র্কে ‘বুলেট ট্রেনের’ গতিতে ছড়াচ্ছে করোনাভাইরাস
অন্তত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এমন রাজ্যের মধ্যে রয়েছে- নিউইয়র্ক (২ হাজার ২১৯ জন), নিউজার্সি (৩৫৫), মিসিগান (৩৩৭), লুইসিয়ানা (২৭৩), ওয়াশিংটন (২৫০), ক্যালিফোর্নিয়া (২১০), জর্জিয়া (১৫৪), ইলিয়নইস (১৪১), ম্যাসাচুটেস (১২২) এবং ফ্লোরিডা (১০১)।