কাজাখস্তানের মাসাঞ্চি শহরে এক জনসমাবেশে সহিংসতায় আটজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।
শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এরলান তুরগুমবায়েভ জানান, শহরের প্রায় ৩০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাসাঞ্চিতে প্রায় ৩০০ লোক সহিংসতায় জড়িয়ে পড়েন। এ সময় গুলি ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।
কী নিয়ে এ সহিংসতার ঘটনা ঘটেছে তা তিনি বলেননি।
তবে শহরের বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, দেশটির কিরগিজস্তান সীমান্তে অবস্থিত মাসাঞ্চি শহরের ডানগান এলাকার মুসলমান জনগনের মধ্যে বিরাজমান জাতিগত বিরোধের জেরে এ সহিংসতার ঘটনা ঘটেছে।
এরলান তুরগুমবায়েভ জানিয়েছেন, এ ঘটনায় ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।