কাজাখস্তান
রুশ পররাষ্ট্রমন্ত্রীকে রোহিঙ্গা পরিস্থিতি অবহিত করলেন মোমেন
কাজাখস্তানের আস্তানায় কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া (সিআইসিএ) এর ৬ষ্ঠ শীর্ষ সম্মেলনের এক ফাঁকে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন।
মোমেন রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ল্যাভরভকে অবহিত করেন এবং সমস্যা সমাধানের জন্য শক্তিশালী আন্তর্জাতিক সমর্থনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
আরও পড়ুন: যুদ্ধের অবসান চায় বাংলাদেশ: মোমেন
গণতন্ত্রে যুক্তরাষ্ট্রেরও দুর্বলতা আছে: মোমেন
আমরা মিয়ানমারের উসকানিতে পা দেব না: মোমেন
২ বছর আগে
রূপপুরে কাজাখস্তানের নাগরিক হত্যা: কারাগারে বেলারুশের ৩ নাগরিক
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত কাজাখস্তানের নাগরিক সেভিস ভ্লাদিমির (৫০) হত্যার ঘটনায় আটক বেলারুশের তিন নাগরিককে সোমবার পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তারা হলেন- ফিতারি, হেন্ডাজ ও ভ্লাদিমির।
মামলার তদন্ত কর্মকর্তা ঈশ্বরদী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রায়হান পারভেজ বলেন, রূপপুর প্রকল্পে কর্মরত এএসই কোম্পানির পরিচালক ইউরি ফেদরি বাদী হয়ে রবিবার রাতে বেলারুশের তিন নাগরিককে আসামি করে মামলা করেছেন।
আরও পড়ুন: রূপপুরে কাজাখস্তানের নাগরিককে ছুরিকাঘাতে হত্যা, ৩ বেলারুশীয় আটক
তিনি আরও বলেন, এর আগে রবিবার দুপুরে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে নিহত কাজাখ নাগরিক সেভিস ভ্লাদিমিরের লাশের ময়নাতদন্তে প্রাথমিকভাবে ছুরিকাঘাতে মৃত্যুর বিষয়টি জানা গেছে। ময়নাতদন্ত শেষে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের হিমাগারে রাখা হয়েছে।
এ ঘটনায় আহত অপর কাজাখ নাগরিক নিহতের ভাই আমরে ঢাকার ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুই ভাই বছর খানেক আগে রূপপুর প্রকল্পে কাজ করতে বাংলাদেশে আসেন।
হত্যার কারণ সম্পর্কে তদন্ত কর্মকর্তা রায়হান পারভেজ বলেন, ঘটনার দিন সেভিস ভ্লাদিমির ও তার ভাই আমরে রুপপুর গ্রিনসিটি আবাসিক এলাকার ৬ নং ভবনে বেলারুশ নাগরিকদের ফ্ল্যাটে যান। সেখানে আর্থিক লেনদেন বিষয়ে কথা কাটাকাটির জেরে হত্যার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। তদন্ত শেষে সঠিক তথ্য জানানো যাবে।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজে যুদ্ধের প্রত্যক্ষ প্রভাব পড়বে না: পরিকল্পনামন্ত্রী
২ বছর আগে
রূপপুরে কাজাখস্তানের নাগরিককে ছুরিকাঘাতে হত্যা, ৩ বেলারুশীয় আটক
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত ভ্লাদিমির শভেট (৫২) নামের কাজাখস্তানের এক নাগরিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৮টায় ঈশ্বরদীর রূপপুর আবাসিক প্রকল্প গ্রিনসিটি প্রকল্পের ৬ নম্বর ভবনের একটি কক্ষে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় কাজাখস্তানের আরও এক নাগরিক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে তিন বেলারুশীয় নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত কাজাখস্তানের নাগরিক ভ্লাদিমির শভেট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিকিম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনা জানার পর পুলিশ ঈশ্বরদী উপজেলার সাহাপুর নতুনহাট মোড়ে রূপপুর প্রকল্পের গ্রিনসিটির আবাসিক ভবনে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত ভ্লাদিমির শভেটের পিঠের দিকে ৪- ৫টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
তিনি জানান, আর্থিক লেনদেনের বিষয় নিয়ে কয়েকজন বেলারুশীয় নাগরিকের সঙ্গে কাজাখস্তানের ওই নাগরিকের মধ্যে সৃষ্ট মারামারির ঘটনায় এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজে যুদ্ধের প্রত্যক্ষ প্রভাব পড়বে না: পরিকল্পনামন্ত্রী
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চুল্লি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
২ বছর আগে
কাজাখস্তানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৬৪
কাজাখস্তানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে সহিংসতায় কমপক্ষে ১৬৪ জন নিহত হয়েছেন। রবিবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, ৩০ বছর আগে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর থেকে দেশটিতে সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে।
রবিবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করা হয়েছে এবং সরকারবিরোধী বিক্ষোভকারীদের দখল করা সব ভবনের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, মধ্য এশিয়ার এই দেশটিতে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে গত ২ জানুয়ারি দেশটির পশ্চিমাঞ্চলে বিক্ষোভ শুরু হয়ে। পরে তা সারাদেশে ছড়িয়ে পড়ে। প্রথমে বিক্ষোভ শুরু হলেও তা তোকায়েভ সরকার ও সাবেক প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলনে রূপ নেয়।
প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে আরও জানা যায়, দেশটিতে এক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ থেকে ‘উল্লেখযোগ্য সংখ্যক’ বিদেশি নাগরিকসহ প্রায় ছয় হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: কাজাখস্তানে ১২ পুলিশসহ কয়েক ডজন বিক্ষোভকারী নিহত
এছাড়া দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জরুরি অবস্থা এবং কারফিউ বহাল রয়েছে।
রবিবার প্রথমে কাজাখ কর্তৃপক্ষ জানায়, বিক্ষোভের সময় ১৬ পুলিশ বা ন্যাশনাল গার্ড সদস্য নিহত হয়েছে। এর আগে জানানো হয়েছিল, নিহত বেসামরিক নাগরিকের সংখ্যা ২৬ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দেশটির বৃহত্তম শহর আলমাটিতে নিহত হয়েছেন ১০৩ জন। এখানে বিক্ষোভকারীরা সরকারি ভবন দখল করে এবং কয়েকটিতে অগ্নিসংযোগ করেছে।
দেশটির একটি শিক্ষা অধিকার সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। এদের মধ্যে চার বছর বয়সী এক মেয়ে শিশু ছিল।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর থেকে একটি রাজনৈতিক দলই কাজাখস্তান শাসন করছে। বিপুল তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদ থাকা সত্ত্বেও দেশটিতে তীব্র অর্থনৈতিক সংকট রয়েছে দেশটিতে।
আরও পড়ুন: মহামারির মধ্যে ভারতের ৫ রাজ্যে নির্বাচন
ব্রাজিলে ঝর্ণার পাথর ভেঙে ৬ জনের মৃত্যু
২ বছর আগে
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: কাজাখস্তানে ১২ পুলিশসহ কয়েক ডজন বিক্ষোভকারী নিহত
কাজাখস্তানে সরকারি ভবনে অগ্নিকাণ্ড ও বিক্ষোভের ঘটনায় বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর হাতে কয়েক ডজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় ১২ পুলিশ কর্মকর্তা মারা গেছেন।
দেশটিতে নতুন বছরের শুরুতে জ্বালানি তেলের মূল্য দ্বিগুণ বাড়ানো হয়। এ ঘটনায় বিক্ষোভ চলছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
পুলিশের মুখপাত্র সালতানাত আজিরবেক রাষ্ট্রীয় নিউজ চ্যানেল খবর-২৪ কে বলেছেন, বুধবারের ঘটনায় ১২ জন পুলিশ কর্মকর্তা নিহত এবং ৩৫৩ জন আহত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দুই হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
যদিও ইন্টারনেট ভিডিও এবং স্বাধীন মিডিয়ার কিছু ফুটেজ দেখে পরিস্থিতির পরিষ্কার চিত্র পাওয়া কঠিন, তবে ভিডিও ফুটেজে রাস্তায় বিক্ষোভ ও আলমাটিতে রাষ্ট্রপতির বাসভবনসহ ভবনগুলোর ব্যাপক ক্ষতি হতে দেখা গেছে।
আরও পড়ুন: ফিলাডেলফিয়ায় ভবনে আগুন: ৮ শিশুসহ নিহত ১২
রাজনৈতিক অচলাবস্থার মধ্যে পদত্যাগ করলেন সুদানের প্রধানমন্ত্রী
২ বছর আগে
কাজাখস্তানে সহিংসতায় নিহত ৮, আহত ৪০
কাজাখস্তানের মাসাঞ্চি শহরে এক জনসমাবেশে সহিংসতায় আটজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।
৪ বছর আগে
কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৫
কাজাখস্তানে বেক এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান শুক্রবার বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৬ জন।
৪ বছর আগে