শ্রীনগর, ২৬ অক্টোবর (এপি/ইউএনবি)- কাশ্মিরে বন্দুকযুদ্ধে আট বিদ্রোহী এবং দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় শুক্রবার স্থানীয় বাসিন্দাদের মাঝে ভারতবিরোধী সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, ভারতীয় সেনারা শুক্রবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোপোরি এলাকায় একটি গ্রাম অবরুদ্ধ করে। এতে সৃষ্ট বন্দুকযুদ্ধে দুই বিদ্রোহী এবং এক সেনা নিহত হন।
এর আগে বৃহস্পতিবার সরকারি বাহিনীর অভিযানে ছয় বিদ্রোহী নিহত এবং এক সেনা সদস্য আহত হন বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে।
একই দিনে দক্ষিণাঞ্চলীয় তারাল এলাকায় সেনাবাহিনীর শিবিরে বিদ্রোহীদের হামলায় এক সেনা নিহত এবং আরেকজন আহত হন।
এসব ঘটনায় কাশ্মিরে বড় ধরনের ভারতবিরোধী বিক্ষোভ হয়েছে এবং কয়েক হাজার মানুষ শুক্রবার দ্বিতীয় দিনের মতো বিদ্রোহীদের সাথে একাত্মতা প্রকাশ করে বন্দুকযুদ্ধের ঘটনাস্থলে মিছিল নিয়ে যায়। সেই সাথে হাজার হাজার মানুষ বিদ্রোহীদের জানাজায় অংশ নেন।
পাথর নিক্ষেপকারী বিক্ষোভকারীদের লক্ষ্য করে সরকারি বাহিনী সতর্কতামূলক গুলি, ছড়রা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে অনেক বিক্ষোভকারী আহত হয়েছেন।