কিউবার রাজধানী হাভানার একটি জনপ্রিয় পাঁচ তারকা হোটেলে শক্তিশালী বিস্ফোরণে এক শিশুসহ অন্তত ২২ জন নিহত এবং ৭৪ জন আহত হয়েছে। শুক্রবার (৬ মে) হাভানার সারাতোগা নামের হোটেলে এই বিস্ফোরণ ঘটে।
হাভানার গভর্নর রেনাল্ডো গার্সিয়া জাপাতা কমিউনিস্ট পার্টির সংবাদপত্র গ্রানমাকে বলেছেন, বিস্ফোরণের সময় হোটেলটিতে কোন পর্যটক অবস্থান করছিলেন না, এটি সংস্কারের কাজ চলছিল।
দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল ঘটনাস্থল পরিদর্শন করে এক টুইট বার্তায় বলেছেন, ‘এটি কোনো বোমা বা হামলা নয়। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা।’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল পরিষেবার প্রধান ডা. জুলিও গুয়েরা ইজকুয়ের্দো সাংবাদিকদের বলেছেন, কমপক্ষে ৭৪ জন আহত হয়েছেন। যাদের মধ্যে ১৪ জন শিশু রয়েছে।
দিয়াজ-ক্যানেল বলেন, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হোটেলের কাছাকাছি ভবনগুলোর পরিবারগুলোকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।
কিউবার রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, হোটেলে প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী একটি ট্রাকের কারণে বিস্ফোরণ ঘটেছে, তবে গ্যাসটি কীভাবে বিস্ফোরণ হলো তার বিস্তারিত জানা যায়নি। একটি সাদা ট্যাঙ্কার ট্রাককে ঘটনাস্থল থেকে সরাতে দেখা গেছে।
দেশটির পর্যটনমন্ত্রী জুয়ান কার্লোস গার্সিয়া জানিয়েছেনৃ, মঙ্গলবার হোটেলটি আবার খোলার কথা ছিল।
পড়ুন: নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত অর্ধ শতাধিক