জেএইচইউর তথ্য অনুসারে, এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ লাখ ৬৭ হাজার ১০১ জন।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭৬ লাখ ৬৩ হাজার ৩৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এবং মৃতের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ১৩ হাজার ৭৩৯ জনে।
এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুপ্রিম কোর্টের বিচারপতি মনোনয়ন নিয়ে হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানকে শুক্রবার ‘সুপার-স্প্রেডার ইভেন্ট’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্তনি ফৌসি।
গত ১ অক্টোবর ট্রাম্পের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয় এবং হোয়াইট হাউসে ফিরে চিকিৎসা চালিয়ে যাওয়ার আগে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
জেএইচইউর তথ্য অনুযায়ী, এশিয়ার বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ভারতে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ লাখ ৬ হাজার ১৫১ জনে।
দক্ষিণ এশিয়ার এ দেশটিতে শনিবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৬ হাজার ৪৯০ জনে।
শুক্রবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৭০ হাজারের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৯৬৪ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৩৬৫ জন।
বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি:
দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৭ জনে।
এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৮ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুক্রবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ১০৯টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৫০৬টি এবং পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ২৫৬টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২০ লাখ ৫০ হাজার ৬৬৯টি।
নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১.৩৫ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৮.৩৩ শতাংশ।
নতুন যে ১৭ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ নয়জন এবং নারী আটজন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ২২২ জন বা ৭৭.০৯ শতাংশ এবং নারী ১ হাজার ২৫৫ জন বা ২২.৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৬ শতাংশ।
এদিকে, আরও ১ হাজার ৫৯৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ৯১২ জনে দাঁড়িয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৭.১৩ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।