দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নতুন করে ৭৫ হাজার ৮০৯ জনসহ ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ছাড়িয়ে গেছে। মহামারি করোনা আক্রান্তের দিক দিয়ে বিশ্বে যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি।
ভারতে অর্থনীতির চাকা সচল রাখতে দেশব্যাপী ঘোষিত বিধিনিষেধ কমানোর পর থেকে করোনা রোগীর সংখ্যায় ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে।
এদিকে, ভারতে নতুন করে মৃতদের নিয়ে এ সংখ্যা এখন ৭২ হাজার ৭৭৫ জনে দাঁড়িয়েছে।
বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারত গত এক মাসেরও বেশি সময় ধরে এক দিনে বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের খবর দিয়ে যাচ্ছে। করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর কারণে আক্রান্তের সংখ্যাও বেড়েছে। সেখানে এখন পর্যন্ত প্রায় ৩৩ লাখ রোগী কোভিড-১৯ থেকে সেরে উঠেছেন।
মহামারি করোনা ভারতের অর্থনীতিতে মারত্মক প্রভাব ফেলেছে। দ্বিতীয় প্রান্তিকে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে আছে ভারত।