ঢাকা, ১৫ সেপ্টেম্বর (ইউএনবি)- গণতন্ত্র রক্ষায় বিশ্বের সকল দেশের সরকারকে তার জনগণের সক্রিয়, প্রকৃত ও অর্থবহ অংশগ্রহণের অধিকারকে সম্মান করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
‘এর জন্য যারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের সবাইকে আমি অভিবাদন জানাচ্ছি,’ রবিবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এক বার্তায় এ কথা বলেন তিনি।
‘গণতন্ত্র প্রকৃতপক্ষে মানুষের জন্যই। এটি অন্তর্ভুক্তি, সমান সুযোগ এবং অংশগ্রহণের ভিত্তিতে গঠিত। শান্তি, টেকসই উন্নয়ন এবং মানবাধিকারের জন্য গণতন্ত্র মৌলিক অবকাঠামো,’ উল্লেখ করে গুতেরেস।
তবে জাতিসংঘের প্রধান উদ্বেগ প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এখন এমন এক সময়ে উদযাপিত হচ্ছে যখন মানুষের আস্থা হ্রাস এবং উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। বিশ্বায়ন ও প্রযুক্তিগত ব্যাপক পরিবর্তনের কারণে বৈষম্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ দিনদিন হতাশায় নিমজ্জিত হয়ে যাচ্ছে।